আসিয়ান সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কো রুবিওর বৈঠক

আসিয়ান সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: এএফপি
আসিয়ান সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: এএফপি

মালয়েশিয়ায় আসিয়ান জোটের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে এএফপি।

দ্বিপাক্ষিক বাণিজ্য, চীন থেকে যুক্তরাষ্ট্ররে ফেন্টানিল মাদকের অবাধ প্রবাহ, তাইওয়ান ও সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে এই বৈঠকটি হতে যাচ্ছে।

আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে রুবিও এবং ওয়াং কুয়ালালামপুরে রয়েছেন।

পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দিচ্ছে এই সম্মেলনে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহেই হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না পৌঁছালে, এশিয়ার অনেক দেশসহ ২০টির বেশি দেশের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে।

এটাই পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পাওয়ার পর ওই অঞ্চলে রুবিওর প্রথম সফর।

আসিয়ান সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: এএফপি
আসিয়ান সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: এএফপি

মার্কিন কর্মকর্তারা এই সফরকে সামনে রেখে জানান, পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়ার প্রতি ওয়াশিংটনের অঙ্গীকারগুলোকে 'প্রাধান্য' দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার রুবিও জানান, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে 'নজর সরিয়ে নেওয়ার কোনো ইচ্ছা নেই' যুক্তরাষ্ট্রের।

বিশ্লেষকদের মতে, এই সফরে এশিয়ার বাণিজ্যিক অংশীদারদের 'ঠাণ্ডা' করার চেষ্টা করবেন রুবিও। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র জাপানসহ বেশ কয়েকটি দেশের পণ্য আমদানিতে বড় অংকের শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক কৌশল 'মুক্ত বাণিজ্য প্রক্রিয়ার প্রতি অবমাননাকর'।

ইতোমধ্যে রুবিও জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে 'অবিচ্ছেদ্য' বলে অভিহিত করেন।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago