মুসলিম বিশ্বকে দুর্বল করতে চায় ইসরায়েল: ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি: ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি: ইরান

মুসলিম বিশ্বকে দুর্বল করতে চায় ইসরায়েল। এই লক্ষ্য অর্জনে মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির উদ্যোগ নিয়েছে দেশটি। এমন মত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইসরায়েল নিরন্তর মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজনের বীজ বপন করে চলেছে। মুসলিম দেশগুলোর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ফাটল ধরাতে চায় ইসরায়েলি শাসক।

সোমবার পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান মত দেন, মুসলিম বিশ্বের রাজনীতিবিদ ও শীর্ষ নেতাদের উচিত ইসরায়েলের জায়নবাদি শাসকের এই কূট-কৌশলের বিষয়ে সতর্ক থাকা। এর পাল্টা জবাব দিতে নিজেদের মধ্যে ঐক্যমত্য ও সমন্বয় সৃষ্টি করা প্রয়োজন বলেও জানান তিনি। 

পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের অন্যতম লক্ষ্য মুসলিম সম্প্রদায়ের অবমাননা করা ও বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ছিন্ন করা। তিনি এই অশুভ কৌশলের বিরুদ্ধে নেতা ও নীতিনির্ধারকদের সতর্ক থাকার আহ্বান জানান।  তিনি আশাবাদ প্রকাশ করেন, নিজেদের মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে এই কৌশলকে বানচাল করতে হবে।

তিনি উল্লেখ করেন, মুসলিম বিশ্ব এখন এক ক্রান্তিলগ্নে রয়েছে। এই জটিল পরিস্থিতি থেকে বের হয়ে আসতে দেশগুলোর একাত্ম না থাকার কোনো বিকল্প নেই।

'যদি মুসলিম সরকার ও দেশগুলো ইসলামের পতাকার নিচে একাত্ম থাকার গুরুত্ব পুরোপুরি বুঝতে পারে, তাহলে তারা জায়নবাদি শাসকের আগ্রাসনের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। সে ক্ষেত্রে ইসরায়েল আর কোনো মুসলিম দেশের বিরুদ্ধে অন্যায় আগ্রাসন বা বিভাজন সৃষ্টি করতে পারবে না', যোগ করেন তিনি। 

বৈঠকে ইরান-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন পেজেশকিয়ান।

তিনি দুই দেশের সম্পর্ককে আরও গভীরে নিয়ে যেতে কূটনীতিক সফর-বিনিময় ও গঠনমূলক আলোচনার ওপর গুরুত্ব দেন। 

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ১২ দিনের আগ্রাসনে তেহরানের পাশে থাকার জন্য ইসলামাবাদকে অশেষ ধন্যবাদ জানান পেজেশকিয়ান।

তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক সম্প্রসারণের আরও অনেক সুযোগ আছে এবং তেহরান এসব সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে আগ্রহী।

জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বলিষ্ঠ মুসলিম দেশ হিসেবে ইরানকে সম্মান ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নাকভি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 'জয়ী' হওয়ার জন্য ইরানকে অভিনন্দন জানান। 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ফাইল ছবি: ডন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ফাইল ছবি: ডন

নাকভি বলেন, 'আমরা বিশ্বাস করি, আয়াতুল্লাহ খামেনির বিজ্ঞ নেতৃত্ব ও মহামান্য প্রেসিডেন্টের কৌশলগত ব্যবস্থাপনা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা এমন এক অর্জন যা সমগ্র মুসলিম উম্মাহ'র জন্য গর্বের বিষয়।'

তিনি উল্লেখ করেন, জায়নবাদিদের হামলার পর দ্রুততম সময়ে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছিল ইসলামাবাদ। সবচেয়ে প্রথম যে কয়টি দেশ নিন্দা জানায়, তার মধ্যে পাকিস্তান অন্যতম বলে মন্তব্য করেন নাকভি। ইরানের নিজেদের আত্মরক্ষার বৈধ অধিকার আছে বলেও জানান তিনি।

নাকভি উল্লেখ করেন, ইরান-পাকিস্তানের মধ্যে অনন্য সম্পর্ক আছে যা ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। তিনি জানান, দুই দেশের রাষ্ট্রদূতরা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার জায়গাগুলোকে আরও বলিষ্ঠ করার জন্য কাজ করছেন।

Comments

The Daily Star  | English
gold price hike

Gold prices fall once again

Gold prices are set to fall yet again as the Bangladesh Jewellers Association (Bajus) has announced a cut in the rates..From Wednesday, gold will be sold at Tk 206,907 per bhori, the association said..The new rate is Tk 1,364, or 0.65 percent, lower than the Tk 208,272 per bhori that

7h ago