‘দেশে ভিক্ষুক নেই’ মন্তব্যে চাকরি খোয়ালেন কিউবার মন্ত্রী

কিউবার শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী মার্তা এলেনা ফেইতো-কাবরেরা। ফাইল ছবি: সংগৃহীত
কিউবার শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী মার্তা এলেনা ফেইতো-কাবরেরা। ফাইল ছবি: সংগৃহীত

দারিদ্র্য ও ক্ষুধাপীড়িত দেশ কিউবার শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী মার্তা এলেনা ফেইতো-কাবরেরা চাকরি হারিয়েছেন। দেশটির পার্লামেন্টের অধিবেশনে বেফাঁস মন্তব্যের জেরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফিদেল কাস্ত্রোর দেশের ওই মন্ত্রী দাবি করে বসেন, দেশে ভিক্ষুকের অস্তিত্ব নেই।

তিনি দাবি করেন, কিউবায় প্রকৃত অর্থে কোনো 'ভিক্ষুক' নেই। যারা ময়লার বিন ঘাঁটাঘাঁটি করেন, তারা এটাকে 'অর্থ উপার্জনের সহজ উপায়' ভাবেন বলেই এমন করছেন।

তার এই মন্তব্যে কিউবার জনগণ ও প্রবাসী কিউবানরা সমালোচনায় ফেটে পড়েন।

সমালোচনা এতোটাই প্রবল আকার ধারণ করে যে এক পর্যায়ে দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এ বিষয়ে ব্যাখ্যা দিতে বাধ্য হন।

এর অল্প সময় পর মার্তা এলেনা পদত্যাগের ঘোষণা দেন।

ভয়াবহ অর্থনৈতিক সংকটে জর্জরিত কিউবায় দারিদ্র্যের হার দ্রুত বাড়ছে। সঙ্গে খাদ্য সঙ্কটও নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে।

মার্তা এলেনা এ সপ্তাহের শুরুর দিকে পার্লামেন্টে বক্তব্য রাখার সময় কিউবার সড়কে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ও ময়লার বিন হাতড়ে বেড়ানো মানুষদের নিয়ে ওই মন্তব্য করেন।

কিউবার রাজধানী হাভানায় ময়লার বিন ঘাঁটছেন এক দরিদ্র ব্যক্তি। ছবি: এএফপি (১৫ জুলাই, ২০২৫)
কিউবার রাজধানী হাভানায় ময়লার বিন ঘাঁটছেন এক দরিদ্র ব্যক্তি। ছবি: এএফপি (১৫ জুলাই, ২০২৫)

তিনি বলেন, 'কিউবায় কোন ভিক্ষুক নেই। তবে এমন কিছু মানুষ আছে যারা সহজে অর্থ উপার্জন করার জন্য ভিক্ষুক সেজে থাকে।'

ময়লার বিন ঘাঁটাঘাঁটি করার বিষয়টিকে তিনি 'অবৈধ পুনর্চক্রিকরণে অংশগ্রহণ' বলে অভিহিত করেন।

বিশ্লেষকদের মতে, ওই মন্ত্রী ধারণা করতে পারেননি যে তার এ ধরনের মন্তব্য সবার ক্রোধের কারণ হবে। তার এই মন্তব্য দেশের নেতৃত্বকে আবেগহীন ও কতৃত্বপরায়ণ হিসেবে উপস্থাপন করেছে এবং এটাই প্রমাণ করেছে যে তারা কিউবার সাধারণ জনগণের ভয়াবহ আর্থিক দুর্দশা দেখেও না দেখার ভান করছে।

মন্ত্রীর পদত্যাগ চেয়ে কিউবার বেশ কয়েকজন অধিকারকর্মী ও বুদ্ধিজীবী একটি চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, মার্তা এলেনার মন্তব্য 'কিউবার জনগণের জন্য অপমানজনক।'

এরপর কিউবার প্রেসিডেন্ট নিজেই মার্তা এলেনার সমালোচনা করেন। মন্ত্রীর নাম উল্লেখ না করে পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে তিনি বলেন, দেশের নেতৃত্ব এতোটা 'ঔদ্ধত্য' দেখাতে পারে না এবং জনগণের 'বাস্তবতা থেকেও বিচ্ছিন্ন' থাকতে পারে না।

ক্ষমতাসীন দল কিউবান কমিউনিস্ট পার্টি এবং সরকার মার্তা এলে-নার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

কিউবায় সরকারিভাবে ভিক্ষুকের সংখ্যা প্রকাশ করা হয় না।

প্রতিবেদনে উল্লেখ, গভীর অর্থনৈতিক সঙ্কটে থাকা দেশটিতে ক্রমবর্ধমান ভিক্ষুকের সংখ্যা বুঝতে খুব বেশি বেগ পেতে হয় না এবং বেশিরভাগ কিউবান তা জানেন, বোঝেন ও এই বাস্তবতা মেনে নিয়েছেন।

Comments

The Daily Star  | English

HSC examinees protest near Secretariat, demand education adviser’s resignation

Witnesses said protest began around 2:15pm when several hundred took position at the Secretariat

32m ago