স্যামসাং-টেসলার সাড়ে ১৬ বিলিয়ন ডলারের চিপ সরবরাহ চুক্তি সই

স্যামসাংয়ের কর্মকর্তাদের সঙ্গে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ফাইল ছবি: সংগৃহীত
স্যামসাংয়ের কর্মকর্তাদের সঙ্গে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ফাইল ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকসের সঙ্গে সাড়ে ১৬ বিলিয়ন ডলারের চিপ সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা।

আজ সোমবার রয়টার্স এই তথ্য জানিয়েছে।

এই চুক্তির মাধ্যমে টেসলার জন্য এআই৬ চিপ তৈরি করবে স্যামসাং। টেসলার সঙ্গে স্যামসাংয়ের এই চুক্তির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত।

চুক্তির খবর প্রকাশ হওয়ার পরপরই পুঁজিবাজারে স্যামসাংয়ের শেয়ারের দাম চার শতাংশ বেড়েছে।

ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্সে স্যামসাংয়ের সঙ্গে এই চুক্তির কথা প্রকাশ করেন।

তিনি আরও জানান, 'স্যামসাং টেসলাকে উৎপাদন দক্ষতা বাড়াতে সহায়তা করার অনুমতি দিয়েছে। কারখানাটি আমার বাড়ি থেকে বেশি দূরে না। আমি নিজেই কারখানায় গিয়ে কাজের তদারকি করব যাতে তা দ্রুত আগায়।'

'টেক্সাসে স্যামসাংয়ের বড়, নতুন কারখানাটি শুধু টেসলার পরবর্তী প্রজন্মের এআই৬ চিপ তৈরিতে ব্যবহার হবে। এই উদ্যোগের কৌশলগত গুরুত্বকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই', যোগ করেন মাস্ক।

এর আগে স্যামসাং সাড়ে ১৬ বিলিয়ন ডলারের চিপ সরবরাহ চুক্তির ঘোষণা দিলেও গ্রাহকের নাম প্রকাশ করেনি।

তবে টেসলাই যে সেই গ্রাহক মাস্কের পোস্টের মাধ্যমে তা পরিষ্কার হয়েছে।

এদিকে স্যামসাং-টেসলা চুক্তি দক্ষিণ কোরিয়ার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক কমানো বা তুলে নেওয়ার লক্ষ্যে দেশটি চিপ ও জাহাজ নির্মাণ খাতে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে চাচ্ছে।

এই চুক্তি এমন এক সময়ে আসলো যখন যখন স্যামসাং কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ তৈরির দৌড়ে প্রতিদ্বন্দ্বী টিএসএমসি ও এসকে হাইনিক্সের তুলনায় পিছিয়ে পড়েছে।

তবে এই চুক্তির মাধ্যমের লোকসানে থাকা চুক্তিভিত্তিক উৎপাদন খাতকে পুনরুজ্জীবিত করার আশা করছে স্যামসাং।

Comments

The Daily Star  | English

Only one agreement under Indian line of credit cancelled: Foreign adviser

Touhid says several agreements mentioned in social media discussions 'don't even exist'

1h ago