দায়মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

ব্যাংককের ফৌজদারি আদালত থেকে বের হয়ে আসছেন থাকসিন সিনাওয়াত্রা। ছবি: এএফপি
ব্যাংককের ফৌজদারি আদালত থেকে বের হয়ে আসছেন থাকসিন সিনাওয়াত্রা। ছবি: এএফপি

'রাজাকে অপমান' করার অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

আদালতের রায়ে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে থাই রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সিনাওয়াত্রা পরিবারের একটি বড় হুমকি দূর হয়েছে বলে বিশ্লেষকরা মত দেন।

থাকসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তিনি সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হতেন। তবে ব্যাংককের আদালত তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি।

থাইল্যান্ডে রাজা মহা ভাজিরালংকর্ন ও তার পরিবারের সদস্যদের যেকোনো ধরনের সমালোচনাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। থাকসিনের (৭৬) বিরুদ্ধে এই আইনের আওতায় অভিযোগ আনা হয়।

থাকসিনের আইনজীবী উইনইয়াত চাতমনট্রি সাংবাদিকদের বলেন, 'আদালত থাকসিনের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করেছে। যেসব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছিল, তা অভিযোগ প্রমাণে যথেষ্ট নয় বলে রায়ে উল্লেখ করা হয়েছে।'

আইনজীবীর সামনে থেকে আদালত ছেড়ে যান থাকসিন। এ সময় তিনি হাসি মুখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

থাকসিন বলেন, মামলা 'খারিজ' হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।

২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি ২০১৪ সালে সামরিক বাহিনীর ক্যু নিয়ে মন্তব্য করেন। ওই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে 'রাজাকে অপমান' করার অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, ওই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সিনাওয়াত্রা পরিবারের আরেক সদস্য ইংলাক। তিনি থাকসিনের বোন।

Comments

The Daily Star  | English

Bangladesh’s forex reserves fall to $25.3 billion after ACU payment

The country cleared $1.50 billion in import bills under the Asian Clearing Union (ACU)

51m ago