ট্রাম্প প্রশাসনের সমালোচনায় ‘খোলা চিঠি’, বরখাস্ত অন্তত ৩০ কর্মকর্তা

ডোনাল্ড ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম। ফাইল ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম। ফাইল ছবি: রয়টার্স

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা দপ্তরের (ফেমা নামে পরিচিত) বেশ কয়েকজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। 

ওই কর্মকর্তারা দপ্তরটির নেতৃত্বের বিষয়ে জনসম্মুখে ক্ষোভ প্রকাশ করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মার্কিন গণমাধ্যমে উল্লেখ করা হয়।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।

গত সোমবার ছিল হ্যারিকেন ক্যাটরিনার ২০তম বার্ষিকী। ওই দিন একটি খোলা চিঠিতে ফেমার সাবেক ও বর্তমান মিলিয়ে ১৮২ জন কর্মকর্তা দপ্তরটিতে ট্রাম্প প্রশাসনের আমলে বাজেট কমানো, কর্মী নিয়োগ ও ছাঁটাইয়ের অনিয়ম ও অন্যান্য সংস্কারের কড়া সমালোচনা করেন।  

তবে ১৮২ জনের মধ্যে মাত্র ৩৬ জন তাদের নাম সই করেন। বাকিরা নেতিবাচক পরিণামের ভয়ে নাম গোপন রাখেন।

মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক টাইমস জানায়, তাদের মধ্যে প্রায় বেশ কয়েকজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সংখ্যাটি '৩০ জনের আশেপাশে'। তাদেরকে ওই সিদ্ধান্ত জানিয়ে পাঠানো ইমেইলের কপির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইমেইলে উল্লেখিত ফেমা কর্মকর্তাদের জানানো হয়, তাদেরকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হচ্ছে এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ওয়াশিংটন পোস্ট ইমেইলের বরাত দিয়ে জানায়, 'তাদেরকে আপাতত কোনো পেশাগত দায়িত্ব পালন না হলেও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চাকুরির সব ধরনের আর্থিক সুবিধা উপভোগ করতে থাকবেন।'

ফেমা'র কর্মকর্তা ভার্জিনিয়া কেইস সিএনএনকে জানান, তিনি মঙ্গলবার সন্ধ্যায় 'বেতনসহ ছুটিতে' যাওয়ার বিষয়ে ইমেইল পেয়েছেন।

কেইস বলেন, 'আমি হতাশ হলেও বিস্মিত হইনি।'

তিনি আরও বলেন, 'আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, তারা সবাই বিষয়টি নিয়ে গর্বিত। এতে আমাদের চাকরির ওপর কি প্রভাব পড়বে, তা গুরুত্বপূর্ণ নয়। যা ঘটছে, তা জানার অধিকার জনগণের আছে। কারণ, এই ধারা চলতে থাকলে জনমানুষের দুর্দশায় পড়বে।'

কেইস জানান, তিনি আরও অন্তত ছয় কর্মকর্তার কথা জানেন যারা একই ধরনের ইমেইল পেয়েছেন।

জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বাসী নন। তিনি ফেমা বন্ধ করে দিয়ে প্রতিটি অঙ্গরাজ্যকে তাদের 'নিজেদের সমস্যা নিজেদেরকে সমাধান' করতে দিতে আগ্রহী।

তিনি এই দপ্তরের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ আনেন। পাশাপাশি, তিনি দাবি করেন, রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন অঙ্গরাজ্যের বিরুদ্ধে এই দপ্তর বৈরি মনোভাব দেখায়। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। ছবি: এএফপি
ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। ছবি: এএফপি

ফেমার কর্মকর্তাদের পাঠানো খোলা চিঠিতে ২০০৫ সালের আগস্টে হ্যারিকেন ক্যাটরিনার সময় অব্যবস্থাপনার কথা তুলে ধরে বলা হয়, এই সংস্থার 'সংস্কারের' নাম করে আবারও একই ধরনের ভুলের পুনরাবৃত্তি হতে যাচ্ছে।

ওই দুর্যোগে কেন্দ্রীয় সরকারের নানা ভুল সিদ্ধান্তে বড় বিপর্যয় ঘটে। এক হাজারের বেশি মানুষের প্রাণহানির পাশাপাশি ১০০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।

পরের বছর কংগ্রেস একটি আইন পাস করে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রক্রিয়াকে বলিষ্ঠ করে। ওই আইনটি 'ক্যাটরিনা-পরবর্তী জরুরি ব্যবস্থাপনা আইন' বা পিকেইএমআরএ নামে পরিচিত।

ফেমার কর্মকর্তারা দাবি করেছেন, দুই দশক পর সংস্কার করে সেসব ভুলের পুনরাবৃত্তি করা হচ্ছে, যেগুলো পিকেইএমআরএ আইনের মাধ্যমে দূর করা হয়েছিল।

বর্তমান নিয়ম অনুযায়ী, ফেমার কোনো উদ্যোগে এক লাখ ডলারের বেশি প্রয়োজন পড়লে তা ব্যক্তিগত ভাবে নিরীক্ষা করবেন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম।

ফেমা কর্মকর্তাদের চিঠিতে দাবি করা হয়, এই বিধানের কারণে ২০২৫ সালের জুলাইতে টেক্সাসের কেরভিলে ত্রাণ উদ্যোগ চালাতে অন্তত ৭২ ঘণ্টা দেরি হয়েছে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়।

Comments

The Daily Star  | English
Election Commission has proposed stricter amendments to the election law

Fugitives can’t run in national elections

The Election Commission has proposed stricter amendments to the election law, including a provision barring fugitives from contesting national polls.

10h ago