আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০, আহত অন্তত ৫০০

আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২৫০ ব্যক্তি নিহত ও ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ সোমবার আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প জালালাবাদ এলাকায় আঘাত হানে।

কুনার প্রদেশের প্রাকৃতিক দুর্যোগ প্রস্তুতি কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাতের ভূমিকম্পে নুরগাল, সকে, ওয়াতাপুর, মানোগি ও চাপা দারা জেলায় ২৫০ জন নিহত ও ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছিল, ভূমিকম্পে নানগারহার ও কুনার প্রদেশে ২০ জনের বেশি মারা গেছেন এবং ১১৫ জনের বেশি আহত হয়েছেন। রয়টার্স জানায়, শতাধিক মানুষ নিহতের আশঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো দুর্গম এলাকার অনেক বাসিন্দার সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

কর্মকর্তারা জানান, উল্লেখিত জেলাগুলোতে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

ভূমিকম্পের প্রভাবে নুরগাল জেলার বেশ কয়েকটি গ্রাম মাটির নিচে চাপা পড়েছে। ওইসব এলাকায় অসংখ্য মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। 

টোলো নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওইসব জেলার বাসিন্দারা হতাহতদের উদ্ধারে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছেন। 

ইতোমধ্যে তালেবান নিয়ন্ত্রিত কাবুলের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধার দলগুলো ভূমিকম্প কবলিত অঞ্চলে পৌঁছে গেছে। আহতদের এয়ারলিফট করে নানগারহার আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুলাহ মুজাহিদ গতকাল রাতে মন্তব্য করেন, স্থানীয় কর্মকর্তাদের তাদের সব ধরনের সম্পদ ও উপকরণ ব্যবহার করে মানুষকে উদ্ধারে এগিয়ে আসতে হবে।

স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে রিখটার স্কেলে ৬ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প জালালাবাদ আঘাত হানে। এর পর অল্প সময়ের ব্যবধানে ৫.২ ও ৪.৭ মাত্রার আরও দুইটি ভূকম্পন অনুভূত হয়। কুনারের পাশাপাশি নানগারহাট ও লাঘমান প্রদেশেও ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে এই ভূমিকম্প। পাশাপাশি, কাবুল ও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশেও এটি অনুভূত হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

5h ago