পাকিস্তানে সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত ৫

পাকিস্তানের চিলাস শহরের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হলে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ছবি: ডন
পাকিস্তানের চিলাস শহরের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হলে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ছবি: ডন

পাকিস্তানের গিলগিত-বালতিস্তান প্রশাসনিক অঞ্চলের স্থানীয় সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টার পাঁচ ক্রুর সকলেই প্রাণ হারিয়েছেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। 

হেলিকপ্টারটি দিয়ামের জেলার চিলাস শহরে বিধ্বস্ত হয়।

স্থানীয় সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন, 'আমাদের একটি হেলিকপ্টার চিলাসের থর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।'

তিনি জানান, ওই হেলিকপ্টারে দুইজন পাইলট ও তিন জন কারিগরি কর্মী ছিলেন। দিয়ামের জেলা পুলিশের এসএসপি আবদুল হামিদ বিবৃতিতে জানান, 'হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন মারা গেছেন।'

এসএসপি হামিদ ডনকে নিশ্চিত করেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পাকিস্তান সেনাবাহিনীর।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি একটি নতুন ও প্রস্তাবিত হেলিপ্যাডে অবতরণ পরীক্ষা পরিচালনা করছিল।

কর্মকর্তা জানান, দিয়ামের জেলার পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন। তারা মরদেহ উদ্ধার ও ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার কাজ করছেন।

কর্মকর্তারা এখনো দুর্ঘটনার কারণ না জানালেও স্থানীয় সরকারের মুখপাত্র জানান, 'কারিগরি ত্রুটির' কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago