অফিসে অধস্তনের সঙ্গে প্রেম, বরখাস্ত হলেন নেসলের প্রধান নির্বাহী কর্মকর্তা

নেসলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা লঁরেন্ত ফ্রেইক্স। ছবি: এএফপি
নেসলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা লঁরেন্ত ফ্রেইক্স। ছবি: এএফপি

সুইজারল্যান্ডের বড় প্রতিষ্ঠান নেসলের প্রধান নির্বাহী কর্মকর্তা লঁরেন্ত ফ্রেইক্স চাকরি হারিয়েছেন।

তার বিরুদ্ধে এক অধস্তন কর্মচারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েও বিষয়টি গোপন রাখার অভিযোগ আনা হয়েছে। 

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।

নেসলে জানিয়েছে, সোমবার ফ্রেইক্সকে বরখাস্ত করার আগে এই অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়েছে।

কিটক্যাট চকোলেট ও নেসক্যাফের মতো ব্র্যান্ডের মালিক এই বহুজাতিক প্রতিষ্ঠানটির পণ্য বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য দেশে জনপ্রিয়।

অল্প সময়ের ব্যবধানে বোর্ড সদস্যদের অনুমোদনে ফ্রেইক্সের স্থলাভিষিক্ত হন নেসপ্রেসো ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিলিপ নাভরাতিল।

নেসলের নতুন প্রধান নির্বাহী ফিলিপ নাভরাতিল। ছবি: রয়টার্স
নেসলের নতুন প্রধান নির্বাহী ফিলিপ নাভরাতিল। ছবি: রয়টার্স

অধস্তন কর্মচারীর সঙ্গে প্রেম

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, লঁরেন্ত ফেলিক্সের বিরুদ্ধে অভিযোগ--তিনি তার অধীনে চাকুরিরত একজন অধস্তন কর্মচারী সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এবং বিষয়টি গোপন রাখেন। তদন্তের পর বিষয়টির সত্যতা পাওয়া যায়, যা নেসলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা নীতির লঙ্ঘন করে।

'এ বিষয়ে তদন্তের প্রেক্ষিতে প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন লঁরেন্ত ফ্রেইক্স', বিবৃতিতে জানায় নেস্টলে।

বোর্ড জানিয়েছে, তদন্ত কার্যক্রমের দেখভাল করেন চেয়ারম্যান পল বুলকে ও প্রধান নিরপেক্ষ পরিচালক পাবলো ইসা। সঙ্গে প্রতিষ্ঠানের বাইরে থেকেও উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।

বুলকে এক বিবৃতিতে বলেন, 'এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজনীয় ছিল। আমাদের প্রতিষ্ঠানের শক্তিশালী ভিত্তির পেছনে আছে নেসলে'র ধারণ করা মূল্যবোধ ও সুশাসন প্রক্রিয়া। আমি ফ্রেইক্সকে তার বহুবছরের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই।'

১৯৮৬ সালে ফ্রান্সের নেসলেতে যোগ দেন ফ্রেইক্স। তিনি ২০১৪ পর্যন্ত প্রতিষ্ঠানটির ইউরোপীয় কার্যক্রমের দায়িত্বে ছিলেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতী পাওয়ার আগে ফ্রেইক্স নেসলের লাতিন আমেরিকা বিভাগের প্রধান ছিলেন।

ফ্রেইক্সই প্রথম নন

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা একই ধরনের অভিযোগের কারণে চাকরি হারিয়েছেন।

ব্রিটিশ জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠান বিপি'র প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড লুনি ২০২৩ সালে অপ্রত্যাশিতভাবে চাকরি থেকে ইস্তফা দেন। তিনিও এক সহকর্মীর সঙ্গে 'অতীত প্রেমের সম্পর্কের' বিষয়ে জানাতে ব্যর্থ হয়েছিলেন।

নেসলের জনপ্রিয় ব্যান্ড নেসক্যাফে। ছবি: রয়টার্স
নেসলের জনপ্রিয় ব্যান্ড নেসক্যাফে। ছবি: রয়টার্স

২০১৯ সালে মার্কিন ফাস্ট ফুড প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী স্টিভ ইস্টারব্রুক চাকরি হারান। তিনিও এক সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন।

২০১৮ সালে মার্কিন কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিচ পদত্যাগ করেন। প্রতিষ্ঠানটির 'একই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে প্রেমের সম্পর্কে না জড়ানোর' নীতি লঙ্ঘনের দায়ে তিনি পদ ছাড়েন।

Comments

The Daily Star  | English

Airport fire exposes costly state negligence

The blaze that gutted the uninsured cargo complex of Dhaka airport on Saturday has laid bare a deep and dangerous negligence in risk management across government installations.

5h ago