শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় পাহাড়ি এলাকায় অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) উচ্চতা থেকে খাদে পড়ে গেলে ১৫ জন যাত্রী নিহত হন।

আজ শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বৃহস্পতিবার রাতে পাহাড়ি এলাকা এল্লায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এই দুর্ঘটনায় বাসের অপর ১৬ আরোহী আহত হয়েছেন। এল্লা-ওয়েল্লাওয়েয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, বাসে মূলত টানগাল্লে পৌরসভার কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন। তারা এল্লা'র পার্বত্য এলাকায় ছুটি কাটাতে এসেছিলেন। 

বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর রাস্তার পাশের রেলিং ভেঙে নিচে পড়ে যায় বাসটি। 

শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য ডেইলি মিরর পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক ও নয় নারীও আছেন।

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। ছবি: সংগৃহীত

বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। প্রায় সবাই পৌরসভার কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য।

আহতরা বাদুল্লা টিচিং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

গত মে মাসের পর এটাই দ্বীপরাষ্ট্রটিতে ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ওই মাসে কোটমালে এলাকায় বাস দুর্ঘটনায় ২৩ যাত্রী নিহত হন।

শ্রীলঙ্কার পার্বত্য এলাকার প্যাঁচানো ও সর্পিল সড়কগুলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়কপথের অন্যতম।

২ কোটি ২০ লাখ মানুষের দেশটিতে প্রতি বছর গড়ে তিন হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago