যেভাবে শান্তিতে নোবেল পেতে পারেন ট্রাম্প, জানালেন মাখোঁ

গাজা যুদ্ধ
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান তাহলে তাকে গাজায় চলমান যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, নিউইয়র্কে ফরাসি বিএফএম টিভিকে প্রেসিডেন্ট মাখোঁ বলেন যে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ থামানোর ক্ষমতা শুধুমাত্র ট্রাম্পেরই আছে।

মাখোঁ বলেন, 'একমাত্র যিনি এ ব্যাপারে কিছু করতে পারেন তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। কেননা, তিনি আমাদের চেয়ে বেশি কিছু করতে পারেন। আমরা গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য (ইসরায়েলকে) অস্ত্র সরবরাহ করি না। যুক্তরাষ্ট্র এই কাজটি করে।'

গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি মিত্র দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির সমালোচনা করেন। তার মতে, এটি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে পুরস্কৃত করবে।

ট্রাম্প বলেন, 'আমাদের অবশ্যই গাজা যুদ্ধ এখনই বন্ধ করতে হবে। আমাদের এখনই শান্তি নিয়ে কাজ করতে হবে।'

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাখোঁ বলেন, 'একজন মার্কিন প্রেসিডেন্টকে বলতে শুনলাম—আমি শান্তি চাই, আমি সাতটি সংঘাত বন্ধ করেছি। তিনি নোবেল শান্তি পুরস্কার চান। আপনি যদি সত্যিই এই পুরস্কার পেতে চান তাহলে এই সংঘাত থামিয়ে তা পাওয়া সম্ভব।'

ইতোমধ্যে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য যা করেছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া সবাই মিলে তা করতে পারেননি।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago