গর্ভাবস্থায় প্যারাসিটামলে কতটা ঝুঁকি, ট্রাম্পের বক্তব্যের জবাব দিল ডব্লিউএইচও

ছবি: রয়টার্স

গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন করলে শিশুর অটিজম হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, জ্বর ও ব্যথার এই ওষুধের সঙ্গে এখন পর্যন্ত অটিজমের কোনো সম্পর্কের বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।'

বিবৃতিতে আরও বলা হয়, 'গত এক দশকে প্যারাসিটামল সেবনের সঙ্গে অটিজমের যোগসূত্র নিয়ে বড় আকারে গবেষণাসহ ব্যাপক অনুসন্ধান চালানো হয়েছে। গবেষণায় অটিজমের সঙ্গে এই ওষুধের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।'

এখানে উল্লেখ্য, বিশ্বজুড়ে প্যারাসিটামল নামে পরিচিত ওষুধটি যুক্তরাষ্ট্র ও জাপানে অ্যাসিটামিনোফেন নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে ওষুধের দোকানগুলোতে এটি টাইলেনল নামে বিক্রি হয়।

তবে গর্ভাবস্থায় যেকোনো স্বাস্থ্য সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কেবল একজন চিকিৎসকই রোগীর অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাপত্র দেবেন।

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প শিশুকালের টিকা এবং গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবনের সঙ্গে অটিজমের সম্পর্ক থাকার কথা বলেন।

যুক্তরাষ্ট্রে প্যারাসিটামলের ব্র্যান্ড নাম 'টাইলেনল' উল্লেখ করে ট্রাম্প বলেন, 'আমি সরাসরি বলতে চাই, টাইলেনল নেবেন না। এটি সেবন করবেন না।' টিকা প্রসঙ্গে তিনি বলেন, 'আরেকটি বিষয় যা আমরা সুপারিশ করি, বা অন্তত আমি করি, তা হলো... আপনার শিশুকে যেন একগাদা জিনিস দিয়ে বোঝাই করা না হয়।'

প্রেসিডেন্টের দপ্তর থেকে অটিজমের উপসর্গের চিকিৎসা হিসেবে লিউকোভোরিন (এক ধরনের ভিটামিন বি৯) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

ট্রাম্পের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে স্বাস্থ্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো। 'কোয়ালিশন অব অটিজম সায়েন্টিস্টস' এক বিবৃতিতে বলেছে, 'এখন পর্যন্ত যেসব তথ্যপ্রমাণ আছে তাতে বলা যায় না যে, প্যারাসিটামল অটিজমের কারণ। অটিজমের চিকিৎসায় লিউকোভোরিনের কার্যকরিতা নিয়েও কোনো তথ্য পাওয়া যায় না। এ ধরনের বক্তব্য কেবল মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে এবং মিথ্যা আশার জন্ম দেয়।'

টাইলেনলের প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেনভিউ এক বিবৃতিতে ট্রাম্পের ঘোষণার সঙ্গে 'জোরালোভাবে' দ্বিমত পোষণ করে বলেছে, 'আমরা বিশ্বাস করি, স্বাধীন ও নির্ভরযোগ্য বিজ্ঞান স্পষ্টভাবে দেখিয়েছে যে অ্যাসিটামিনোফেন/প্যারাসিটামল সেবনে অটিজম হয় না। এর বিপরীতে যেকোনো বক্তব্যের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি। গর্ভবতী মা ও অভিভাবকদের জন্য যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।'

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসও (এনএইচএস) ট্রাম্পের দাবির বিষয়ে এক বিবৃতিতে বলেছে যে 'এই দাবিকে সমর্থন করার মতো কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।'

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago