ইসরায়েল সমর্থনের দায়ে ম্যানেজার বরখাস্তের দাবি অস্বীকার করলেন দুয়া লিপা

পপ তারকা দুয়া লিপা। ফাইল ছবি: সংগৃহীত
পপ তারকা দুয়া লিপা। ফাইল ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলায় পরোক্ষ সমর্থনের দায়ে নিজের ম্যানেজারকে ব্রিটেন-আলবেনিয়ার দ্বৈত নাগরিক ও হালের জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা—এমন এক খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে ওই দাবি অস্বীকার করেছেন দুয়া।

গত বুধবার এই তথ্য জানিয়েছে বিবিসি। 

গত সোমবার দ্য মেইল অনলাইনের এক প্রতিবেদনে দাবি করা হয়, সংগীত জগতের বড় অনুষ্ঠান গ্ল্যাস্টনবারি ফেস্টিভাল থেকে ফিলিস্তিনপন্থি আইরিশ ব্যান্ড নিক্যাপ-কে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে লেখা একটি চিঠিতে সই দিয়েছেন দুয়া লিপার ইহুদি ধর্মাবলম্বী ম্যানেজার ডেভিড লেভি। এ ঘটনার জেরেই বরখাস্ত হন লেভি। তবে দুয়া লিপা বিবৃতি্তে জানিয়েছেন, এই তথ্য সঠিক নয়।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলূ জানায়, সবার ওপরেই ছিল লেভি'র নাম।

ডেইলি মেইলের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, দুয়া লিপা মনেপ্রাণে একজন ফিলিস্তিনপন্থি মানুষ। তার ধ্যান-ধারণার সঙ্গে তার ম্যানেজারের দৃষ্টিভঙ্গিতে আকাশ-পাতাল ফারাক। মূলত এ কারণেই চাকরি হারিয়েছেন ডেভিড লেভি।

কোনো কোনো সংবাদমাধ্যমে জানানো হয়, ম্যানেজার নন, লেভি ছিলেন দুয়ার এজেন্ট।

তবে দুয়া ও তার ট্যালেন্ট এজেন্সি ডব্লিউএমই উভয়ই ওই সংবাদকে 'মিথ্যা' বলে আখ্যা দিয়েছে। এমন কী, ২০১৯ সালের পর ডেভিড লেভি পপ তারকা দুয়ার সঙ্গে সরাসরি কাজ করেননি বলেও জানিয়েছে ওই এজেন্সি।

কনসার্টে দুয়া। ফাইল ছবি: রয়টার্স
কনসার্টে দুয়া। ফাইল ছবি: রয়টার্স

নিক্যাপকে নিষিদ্ধ করার দাবি জানানোয় লেভির সমালোচনা করেন দুয়া। তবে একইসঙ্গে তিনি ডেইলি মেইলের প্রতিবেদনকেও 'উস্কানিমূলক' বলে আখ্যায়িত করেন তিনি। জানান, এই প্রতিবেদনটি 'অনলাইনে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্য নিয়ে' লেখা হয়েছে।

বিবৃতিতে দুয়া আরও বলেন, 'ডেইলি মেইলের প্রতিবেদন শুধু মিথ্যাই নয়, সেখানে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, সেটা উসকানিমূলক। এটি একটি ক্লিকবেইট সংবাদ ছিল, যা স্পষ্টতই অনলাইনে বিভেদ সৃষ্টির জন্য লেখা হয়েছে।'

দুয়া বলেন, 'আমি সবসময় কামনা করি, ফিলিস্তিন মুক্ত হোক।'

'তবে এ ধরনের একটি আন্তর্জাতিক বিপর্যয়কে সংবাদ বিক্রির হাতিয়ার হিসেবে ব্যবহার করাকে আমি খুবই উদ্বেগজনক মনে করি', যোগ করেন তিনি।

আলাদা বিবৃতিতে ডব্লিউএমই বিবিসিকে জানায়, 'দুয়া লিপা বা তার প্রতিনিধিরা আমাদের একজন এজেন্টকে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য বরখাস্ত করেছেন—এটি একেবারেই মিথ্যা।'

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দুয়ার ক্যারিয়ারের শুরুর দিকে ডেভিড লেভির ভালো অবদান আছে। তবে ২০১৯ এর পর থেকে তিনি সক্রিয়ভাবে দুয়ার সঙ্গে কাজ করেননি। মূলত উপদেষ্টার পদে ছিলেন তিনি। পরবর্তীতে এ বছরের শুরুর দিকে তিনি সেই ভূমিকা থেকেও সরে যান এবং অন্যান্য প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট হন।

এসব তথ্য প্রকাশের পর দ্য মেইল তাদের সংবাদে পরিবর্তন এনেছে। ডেভিড লেভিকে দুয়া লিপার 'ম্যানেজার' বলে আখ্যা দেওয়ার বিষয়টিও তারা ঠিক করেছে।

২০২২ সাল থেকে দুয়া লিপার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তার বাবা দুকাগজিন লিপা।

দুয়া লিপা। ফাইল ছবি: রয়টার্স
দুয়া লিপা। ফাইল ছবি: রয়টার্স

তবে ম্যানেজার বা এজেন্টকে ইসরায়েল সমর্থনের দায়ে বরখাস্ত না করলেও নিজের ফিলিস্তিনপন্থি মনোভাব প্রকাশে কখনোই কুণ্ঠা বোধ করেননি 'লেভিটেটিং' খ্যাত দুয়া।

চলতি বছর কসোভোর সানি হিল ফেস্টিভালে গান গাওয়ার সময় দুয়া 'ফিলিস্তিন মুক্ত কর' লেখা প্রদর্শন করেন।

২০২৪ সালে তিনি একটি খোলা চিঠিতে সই দিয়ে গাজার সহিংসতা বন্ধের আহ্বান জানান।

ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি গাজায় আইডিএফের অভিযানকে 'ইসরায়েলি গণহত্যা' বলে আখ্যা দেন। তিনি বলেন, 'শিশুদের জ্যান্ত পুড়িয়ে মারার পেছনে কোন যুক্তি দেওয়া সম্ভব নয়।'

সে বছরের গ্ল্যাস্টনবারি ফেস্টিভালে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে দর্শকদের দিকে ছুটে যান দুয়া।

Comments

The Daily Star  | English

Shibli Rubayat, Reaz Islam banned for life in market over scam

In 2022, asset management firm LR Global invested Tk 23.6 crore to acquire a 51 percent stake in Padma Printers, a delisted company, from six mutual funds it manages

2h ago