এক্সপ্লেনার

নোবেল পুরস্কার কী, কারা নোবেল পান

আলফ্রেড নোবেলের পোর্ট্রেট। ছবি: সংগৃহীত

নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো। আজ সোমবার চিকিৎসা বা শারীরবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা দিয়ে এ যাত্রা শুরু হলো। অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।

পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতেও অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। যারা নোবেল পুরস্কার জিতবেন, তারা পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার বা প্রায় ১২ লাখ মার্কিন ডলার।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন ধনাঢ্য সুইডিশ রসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেল। মৃত্যুর আগে নিজের উইলে তিনি লিখে যান, তার সম্পদের বেশিরভাগ অংশ এমন ব্যক্তিদের দেওয়া হবে, যারা মানবজাতির জন্য বড় কোনো উপকার করেছেন।

আলফ্রেড নোবেল কে ছিলেন?

আলফ্রেড নোবেল মূলত ডিনামাইটের আবিষ্কারক হিসেবে পরিচিত। তবে তিনি কবিতা ও নাটকও লিখেছিলেন। ১৭ বছর বয়সে রুশ, ফরাসি, ইংরেজি ও জার্মান ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতেন। নোবেল পুরস্কারের পাঁচটি মূল বিভাগ তার আগ্রহের ক্ষেত্রগুলোকেই প্রতিফলিত করে।

তিনি জীবনের বড় একটি সময় ব্যয় করেন অস্ত্র প্রযুক্তি উন্নয়নে এবং সেখান থেকেই বিপুল সম্পদ অর্জন করেন। কিন্তু জীবনের পরবর্তী পর্যায়ে তিনি অস্ট্রিয়ান শান্তিকর্মী বার্থা ফন সুটনারের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। বার্থা ১৯০৫ সালে প্রথম নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান। অনেকের বিশ্বাস, তার প্রভাবেই আলফ্রেড নোবেল উইলে শান্তি পুরস্কারের কথা অন্তর্ভুক্ত করেন।

আলফ্রেড নোবেল ১৮৯৬ সালে মৃত্যুবরণ করেন। তবে তার উইল নিয়ে দীর্ঘ আইনি জটিলতার পর ১৯০১ সালে প্রথমবারের মতো নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

কারা নোবেল পুরস্কার পান

নোবেল পুরস্কার দেওয়ার দায়িত্ব আলফ্রেড নোবেল নিজেই নির্ধারণ করে গিয়েছিলেন। তার নির্দেশনা অনুযায়ী, রসায়ন ও পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার দেয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

সাহিত্যে পুরস্কার দেয় সুইডিশ একাডেমি। চিকিৎসা বা শারীরবিজ্ঞানের পুরস্কার দেয় সুইডেনের কারোলিন্সকা ইনস্টিটিউট, যা একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। আর শান্তি পুরস্কার প্রদান করে নরওয়ের পার্লামেন্ট।

নোবেল কেন শান্তি পুরস্কার প্রদানের দায়িত্ব নরওয়েকে দিয়েছিলেন, তা সঠিকভাবে জানা যায়নি। ধারণা করা হয়, তিনি যখন তার উইল লিখেছিলেন, তখন নরওয়ে ও সুইডেন রাজনৈতিকভাবে একই ইউনিয়নে যুক্ত ছিল, তাই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

অর্থনীতিতে নোবেল পুরস্কার পরে যুক্ত হয়। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুদান দেয় নোবেল ফাউন্ডেশনকে এবং চালু করে 'আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে নোবেল পুরস্কার'। এই পুরস্কারও অন্য পুরস্কারগুলোর মতো একই নিয়মে দেয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

খ্যাতনামা ও বিতর্কিত নোবেলজয়ীরা

নোবেলজয়ীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, নিলস বোর এবং ম্যারি কুরি; লেখক আর্নেস্ট হেমিংওয়ে ও আলবেয়ার কামু এবং অন্যতম নেতা নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র ও মাদার তেরেসার নাম। তাদের বেশিরভাগ অর্জন আজও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়।

তবে সব পুরস্কার সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। যেমন—১৯৪৯ সালে ইগাস মনিজ যে চিকিৎসা বা শারীরবিজ্ঞানে নোবেল পুরস্কার পান, তা ছিল লোবোটোমি নামের এক চিকিৎসা পদ্ধতির জন্য, যা পরবর্তীতে ভুল ও ক্ষতিকর হিসেবে প্রমাণিত হয়।

এ ছাড়া শান্তিতে নোবেল পুরস্কার নিয়েও অনেক বিতর্ক রয়েছে। যেমন—হেনরি কিসিঞ্জার, ইয়াসির আরাফাত, আইজ্যাক রবিন ও শিমন পেরেজের পুরস্কার নিয়ে সমালোচনা হয়েছে। আবার অনেকে মনে করেন, ১৯৪৮ সালে মৃত্যুর আগে মহাত্মা গান্ধীকে নোবেল পুরস্কার না দেওয়া ছিল এক বড় ভুল ও অবহেলা।

পুরস্কার বিতরণ

নোবেল পুরস্কার দেওয়া হয় প্রতি বছর ১০ ডিসেম্বর। এদিন আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেছিলেন। দিনটি নোবেলজয়ীদের জন্য বিশেষ সম্মান ও গৌরবের দিন। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে, যেখানে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। 

আর পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও অর্থনীতিতে পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম কনসার্ট হলে। বিজয়ীরা সুইডেনের রাজার হাত থেকে পুরস্কার নেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সন্ধ্যায় স্টকহোম সিটি হলে অনুষ্ঠিত হয় এক জাকজমকপূর্ণ ভোজসভা। এতে প্রায় এক হাজার জন অতিথি উপস্থিত থাকেন। ভোজের তালিকা কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা করা হয়। তালিকাটি পুরোপুরি গোপন রাখা হয়, এবং অতিথিদের সামনে পরিবেশনের সময়ই তা প্রকাশ করা হয়। প্রায় ২০০ জন ওয়েটার এই ভোজ পরিবেশনে অংশ নেন।

Comments