নেপালের ইয়ালুং রি পর্বতে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

নেপালের মাউন্ট ইয়ালুং রি পর্বত। ফাইল ছবি: রয়টার্স

নেপালের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয়ের মাউন্ট ইয়ালুং রি পর্বতের পাদদেশে তুষারধসে অন্তত সাতজন পর্বতারোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বিদেশি এবং দুজন নেপালি রয়েছেন। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ আছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দোখালা জেলার ওই পর্বতে তুষারধসের ঘটনা ঘটে। এসময় ১৫ জনের একটি দল ৫ হাজার ৬৩০ মিটার (১৮ হাজার ৪৭১ ফুট) উচ্চতার ইয়ালুং রি'র চূড়ায় ওঠার চেষ্টা করছিল।

ডেপুটি সুপারিন্টেনডেন্ট অব পুলিশ জ্ঞান কুমার মাহাতো জানিয়েছেন, তুষারে সবাই চাপা পড়েছিল। তবে তাদের কাছে খবর পৌঁছাতে দেরি হওয়ায় এবং খারাপ আবহাওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি।

মাহাতো আরও জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন ফরাসি, একজন কানাডিয়ান, একজন ইতালিয়ান এবং দুজন নেপালি পর্বতারোহী রয়েছেন। চারজন আহত নেপালি পর্বতারোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও চারজন নেপালি এখনও নিখোঁজ রয়েছেন।

একজন আহত পর্বতারোহী কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, তারা সাহায্যের জন্য বারবার ডাকলেও ঘণ্টার পর ঘণ্টা কেউ পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, 'আমরা চিৎকার করে সাহায্য চাইছিলাম, কিন্তু কেউ আমাদের কাছে আসতে পারছিল না। চার ঘণ্টা পরে হেলিকপ্টার আসবে বলা হয়েছিল, কিন্তু ততক্ষণে আমাদের অনেক বন্ধু মারা গেছেন।

ইয়ালুং রি নেপালের রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত। দুর্ঘটনার আগে কয়েকদিন ধরে ওই এলাকায় নিরবিচ্ছিন্ন তুষারপাত হচ্ছিলো এবং আবহাওয়া খারাপ ছিল।

মাহাতো জানিয়েছেন, তীব্র তুষারপাত ও ঘন কুয়াশার কারণে তখন ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো সম্ভব হয়নি। তবে সোমবার সন্ধ্যায় অবশেষে একটা হেলিকপ্টার ওই এলাকায় পৌঁছাতে পারে। পায়ে হেঁটে উদ্ধার দলের অভিযানও শুরু হয়েছে।

নেপালে বিশ্বের ১৪টি সবচেয়ে উঁচু পর্বতের মধ্যে ৮টি রয়েছে। প্রতি বছর এখানে শত শত পর্বতারোহী ও পর্যটক আসেন। অক্টোবর-নভেম্বরের শরৎকালীন অভিযান এখানে তুলনামূলক কম জনপ্রিয়। এসময় দিনে সময় কম, তুষারে ঢাকা থাকে পথ এবং চূড়ায় পৌঁছানোও কঠিন। সাধারণত এপ্রিল-মে মাসে বসন্তকালীন অভিযান বেশি জনপ্রিয়।

এর আগে গত সপ্তাহে ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে নেপালের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাত হয়। এর ফলে অনেক পর্যটক ও আরোহী আটকে পড়েন। এছাড়া, পশ্চিম নেপালের একটি পর্বত চড়ার সময় দুজন ইতালিয়ান আরোহীও নিখোঁজ হয়েছেন বলে জানান দেশটির পর্যটন কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

10h ago