ট্রাম্পকে কীভাবে হারাতে হয় দেখিয়েছি: জোহরান মামদানি

নিউইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর স্ত্রী রামা দুয়াজির সঙ্গে জোহরান মামদানি। ছবি: রয়টার্স
নিউইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর স্ত্রী রামা দুয়াজির সঙ্গে জোহরান মামদানি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির নেতা জোহরান মামদানি (৩৪)।  জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন এই তরুণ ও উদীয়মান রাজনীতিবিদ।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।

নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি জানান, তার এই নিরঙ্কুশ বিজয় গোটা বিশ্ববাসীকে দেখিয়েছে কীভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারাতে হয়।

তরুণ ডেমোক্র্যাট নেতার সমাজতান্ত্রিক নীতিমালার কড়া সমালোচক ট্রাম্প। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিভিন্ন ভাবে মামদানিকে তার ভক্ত-সমর্থকদের কাছে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে গেছেন ট্রাম্প।

নিজ দলের প্রার্থী স্লিওয়ার বদলে অপর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর প্রতি সমর্থনও দিয়েছেন রিপাবলিকান নেতা।

তবে শেষ রক্ষা হয়নি। ইতোমধ্যে আংশিক ফলাফলের ভিত্তিতে মামদানিকে বিজয়ী ঘোষণা করেছে এএফপি, এপি ও নিউইয়র্ক টাইমসের মতো বস্তুনিষ্ঠ গণমাধ্যমগুলো।

বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জোহরান মামদানি বলেন, 'ডোনাল্ড ট্রাম্পের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হওয়া এই জাতিকে এই শহর (নিউইয়র্ক) দেখিয়েছে কীভাবে তাকে হারাতে হয়।'

'রাজনীতির অন্ধকারাচ্ছন্ন এই মুহূর্তে নিউইয়র্ক আলোকবর্তিকার ভূমিকায় পালন করবে', যোগ করেন তিনি।

জোহরান মামদানিকে নিয়ে সব খবর পড়তে ক্লিক করুন । 

Comments

The Daily Star  | English

A DARK DAY FOR INDEPENDENT JOURNALISM

They can burn our office, not our resolve

37m ago