ট্রাম্প, ভলিউমটা বাড়িয়ে শুনুন: মামদানি

ছবি: এএফপি

নিউইয়র্কে মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট জোহরান মামদানি জয়ী হয়েছেন। নির্বাচনে জয়ের পর দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বার্তা দিয়েছেন ৩৪ বছর বয়সী এই নেতা। 

মঙ্গলবার রাতের উদযাপনে মামদানি বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য আমার চারটি শব্দ। আপনি ভলিউমটা বাড়িয়ে নিন!

এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি জিতলে ফেডারেল তহবিল আটকে দিতে পারেন এবং শহরের নিয়ন্ত্রণ নিতে পারেন। 

মামদানি বলেন, নিউইয়র্ক অভিবাসীদের শহরই থাকবে, অভিবাসীরা এই শহর তৈরি করেছেন, অভিবাসীরা এই শহর চালাচ্ছেন এবং আজ রাত থেকে শহরের নেতৃত্ব দিতে যাচ্ছেন একজন অভিবাসী।

ট্রাম্প অবশ্য মামদানির নাম উল্লেখ না করেই ট্রুথ সোশ্যালে লিখেছেন, অ্যান্ড সো ইট বিগিনস (শুরুটা হয়েই গেল)! 

মামদানি ভোটের দিন পর্যন্ত জনমত জরিপে এগিয়ে ছিলেন ৪৬ শতাংশ সমর্থন নিয়ে। কুয়োমোর সমর্থন ছিল ৩২ শতাংশ, আর রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার সমর্থন ছিল ১৬ শতাংশ।

সোমবার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুয়োমোর পাশে দাঁড়ান এবং বলেন প্রার্থী স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকে ভোট দেওয়া। তবে স্লিওয়া প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজের নাম সরিয়ে নিতে অস্বীকৃতি জানান।

নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ। এই কারণে মামদানি ভোটের দিন পর্যন্ত শহরের নতুন মেয়র হওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী প্রার্থী ছিলেন। এই শহরে শেষবার কোনো রিপাবলিকান মেয়র নির্বাচিত হয়েছিলেন ২০০১ সালে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

8h ago