দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণে নিহত অন্তত ৮
ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
আজ সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যমে বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নগর পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগি জানান, ঘনবসতিপূর্ণ এই এলাকায় বিস্ফোরণের ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এই ঘটনার পর উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লি পুলিশ কমিশনার সতিশ গোলচা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে বিস্ফোরণটি ঘটে।
'একটি ধীরগতির গাড়ি রেড সিগনালে থামে। সেই গাড়িতে বিস্ফোরণ হয় এবং আশেপাশের যানবাহনগুলোও ক্ষতিগ্রস্ত হয়।'


Comments