টোকিও বিমানবন্দরে ‘টয়লেট বিভ্রাট’, বিপাকে যাত্রীরা
বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের অন্যতম জাপানের রাজধানী টোকিওর হানেদা। সেখানে এক নজিরবিহীন দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা।
আজ শুক্রবার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হানেদা বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের ৭০ শতাংশ টয়লেট অকেজো হয়ে পড়েছে।
বিমানবন্দর পরিচালনা সংস্থার মুখপাত্র টয়লেট অকেজো হয়ে পড়ার বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে এলেও ১৪৪টি টয়লেট এরিয়ার মধ্যে ৫১টি এখনো অকার্যকর আছে।
জাপান এয়ারপোর্ট টার্মিনালের মুখপাত্র নাম না প্রকাশের শর্তে জানান, টয়লেটে যেসব পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করা হয়, সেগুলোতে বৈদ্যুতিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে।
মুখপাত্র জানান, স্থানীয় সময় ভোর ৫টার দিকে এই সমস্যার বিষয়টি এক কর্মী আমাদেরকে জানান।
তিনি জানান, 'হাত ধোঁয়ার জন্য বেসিনে পানি সরবরাহ চালু ছিল। কিন্তু টয়লেটের ভেতর পানি ছিল না বললেই চলে।'
'যে টয়লেটগুলো ঠিক ছিল, সেগুলো খুঁজে পেতে যাত্রীদের সাহায্য করেছে আমাদের কর্মীরা। অনেক ক্ষেত্রে বালতিতে করে পানি এনে টয়লেট ধোয়ামোছার কাজ করেছেন তারা', যোগ করেন তিনি।


Comments