ইরানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার
শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে ইরানের নিরাপত্তা বাহিনী 'সহিংসভাবে' গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে তার ফাউন্ডেশন।
বিবিসির সংবাদে বলা হয়, নার্গিস ফাউন্ডেশন বলেছে, ৫৩ বছর বয়সী এই নারীকে ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অন্যান্য কর্মীদের সঙ্গে গ্রেপ্তার করা হয়।
নোবেল কমিটি বিবৃতিতে জানিয়েছে, 'নার্গিস মোহাম্মদীর আজকের বর্বর গ্রেপ্তার গভীর উদ্বেগের বিষয়'। তারা ইরানি কর্তৃপক্ষকে মোহাম্মাদীর অবস্থান দ্রুত প্রকাশ করার আহ্বান জানিয়েছে।
নোবেল কমিটি তার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাকে নিঃশর্ত মুক্তি দিতে বলেছে। এ বিষয়ে ইরান সরকার এখনো কোনো মন্তব্য করেনি।
নার্গিস মোহাম্মদী ইরানে নারীদের প্রতি বৈষম্য দূরীকরণ এবং মানবাধিকার প্রচারের ক্ষেত্রে তার সাহসী কর্মকাণ্ডের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান।
২০২৪ সালের ডিসেম্বর এই মানবাধিকারকর্মীকে স্বাস্থ্যজনিত কারণে সাময়িক মুক্তি দেওয়া হয়। তিনি ২০২১ সাল থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ছিলেন।
সবশেষ তাকে আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত সপ্তাহে নিজের কার্যালয় থেকে এই আইনজীবীর মরদেহ উদ্ধার করা হয়।
স্মরণসভা থেকে আরও কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়। সেখানে তারা 'স্বৈরাচারের মৃত্যু হোক' এবং 'ইরান অমর হোক' স্লোগান দেন।
সম্প্রতি নার্গিস মোহাম্মদী ইরান সরকারের প্রতি অভিযোগ তোলেন যে জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে দেশে দমননীতি আরও তীব্র হয়েছে।
গত সপ্তাহে তিনি টাইম ম্যাগাজিনে একটি নিবন্ধ লেখেন, যেখানে ইরান সরকার কীভাবে ব্যক্তিগত ও সামাজিক জীবনের সব দিক নিয়ন্ত্রণ করছে, তা তুলে ধরেন।
গত এক বছর ধরে মোহাম্মদী সাহসী ভূমিকায় ছিলেন। তিনি বাধ্যতামূলক হিজাব পরেননি এবং দেশে বিভিন্ন জায়গায় অন্যান্য কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ পর্যন্ত নার্গিস মোহাম্মদী মোট ১৩ বার গ্রেপ্তার হয়েছেন। নার্গিস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, তার ৩৬ বছরের বেশি কারাদণ্ড ও ১৫৪ চাবুকের সাজা রয়েছে।


Comments