মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

উদ্ধার তৎপরতা চলছে। ছবি: এএফপি

মেক্সিকোর দক্ষিণের ওয়াহাকা অঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

নৌবাহিনীর তথ্যমতে, মেক্সিকো উপসাগরের উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাওয়া ট্রেনটিতে ২৪১ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন।

এ ঘটনায় মোট ৯৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নৌবাহিনী জানিয়েছে।

কর্মকর্তারা জানান, নিসান্দা শহরের কাছে একটি বাঁক ঘোরার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

তিনি জানান, শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা যাত্রীদের ট্রেন থেকে নামতে সহায়তা করছেন। লাইনচ্যুত ট্রেনটি রেললাইন থেকে ছিটকে পাহাড়ের ঢালে হেলে পড়েছিল।

নৌবাহিনী জানায়, প্রশান্ত মহাসাগরের সালিনা ক্রুজ বন্দর থেকে উপসাগরীয় উপকূলের কোয়াতসাকোয়ালকোস পর্যন্ত চলাচলকারী ইন্টারওশানিক ট্রেনটিতে দুটি ইঞ্জিন ও চারটি যাত্রীবাহী বগি ছিল। মেক্সিকোর রেলওয়ে নেটওয়ার্ক দেশটির নৌবাহিনী পরিচালনা করে।

ওয়াহাকা রাজ্যের গভর্নর সালোমোন হারা ক্রুজ এক বিবৃতিতে দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য সরকার ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

আঞ্চলিক অর্থনীতি চাঙা করতে দুই বছর আগে ইন্টারওশানিক রেলসংযোগটি উদ্বোধন করা হয়। সাবেক প্রেসিডেন্ট  আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

Crowds spilled over into surrounding areas, with large gatherings seen in Farmgate, Karwan Bazar and nearby localities

2h ago