মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কে মাদক-সন্ত্রাস মামলায় অভিযুক্ত: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ভেনাজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিউইয়র্কের আদালতে মাদক ও সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত বলে দাবি করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ দাবি করেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে।
Nicolas Maduro and his wife, Cilia Flores, have been indicted in the Southern District of New York. Nicolas Maduro has been charged with Narco-Terrorism Conspiracy, Cocaine Importation Conspiracy, Possession of Machineguns and Destructive Devices, and Conspiracy to Possess…
— Attorney General Pamela Bondi (@AGPamBondi) January 3, 2026
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আজ শনিবার সকালে হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সামরিক বাহিনী।
এরপরই মার্কিন অ্যাটর্নি জেনারেল জানালেন নিউইয়র্কের আদালতে মাদুরোর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি।
'যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন আদালতে' শিগগির তার বিচার হবে বলেও উল্লেখ করেন তিনি।
মাদুরোকে 'পদচ্যুত নেতা' উল্লেখ করে পাম বন্ডি বলেন, 'নিউইয়র্কের সাউদার্ন ডিসট্রিক্টে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ ষড়যন্ত্র, কোকেন আমদানি ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।'
মাদুরোকে ২০২০ সালে নিউইয়র্কের একটি আদালতে অভিযুক্ত করা হয়েছিল বলে জানা গেলেও, তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বন্ডি বলেন, 'এই দুই অভিযুক্ত আন্তর্জাতিক মাদক চোরাকারবারিকে ধরার জন্য (তারা) অবিশ্বাস্য সফল অভিযান পরিচালনা করেছেন।'


Comments