যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনা অপহরণ করে নিয়ে যাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ৯০ দিনের জন্য অন্তর্বর্তী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সেনাবাহিনীও এতে সায় দিয়েছে।
ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে পোস্ট করে দেলসি যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বকে বার্তা দিয়েছেন।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
তিনি বলেন, 'শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকারের বিষয়টি আবারও নিশ্চিত করছে ভেনেজুয়েলা। আমাদের দেশ বাহ্যিক হুমকি মুক্ত থেকে সম্মান ও আন্তর্জাতিক সহযোগিতাপূর্ণ পরিবেশে টিকে থাকার প্রত্যাশা করে। আমরা বিশ্বাস করি, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো দেশগুলোকে একে অপরের প্রতি শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখার নিশ্চয়তা দেওয়া।'
তিনি আরও বলেন, 'আমাদের প্রাধান্য হলো যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য ও সম্মান প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া। পাশাপাশি, সার্বভৌমত্ব, সাম্য ও কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়া ভেনেজুয়েলার সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর সম্পর্ক স্থাপনও জরুরি। এসব মূলনীতি বিশ্বের বাকি সব দেশের সঙ্গে আমাদের কূটনীতিকে পরিচালিত করবে।'
'আমরা যুক্তরাষ্ট্রের সরকারকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসার আমন্ত্রণ জানাই', যোগ করেন দেলসি।
তিনি উভয় দেশের উন্নতি ও আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমার দেশ ও লাতিন আমেরিকার মানুষ শান্তি ও আলোচনা চায়। যুদ্ধ নয়।'
'ভেনেজুয়েলার শান্তি, উন্নয়ন, সার্বভৌমত্ব ও নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার অধিকার আছে', বলেন তিনি।


Comments