মার্কিন বাহিনীর ধাওয়ার পর তেলবাহী জাহাজ পাহারায় নৌবাহিনী মোতায়েন রাশিয়ার
আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি তেলবাহী জাহাজকে ধাওয়া করেছে মার্কিন সামরিক বাহিনী।
আজ বুধবার বিবিসি জানিয়েছে, জাহাজটিকে পাহারা দিতে একটি সাবমেরিনসহ নৌযান মোতায়েন করেছে রাশিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, 'ম্যারিনেরা' জাহাজটি বর্তমানে আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাঝামাঝি অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজটি ইরানি তেল পরিবহনে যুক্ত ছিল।
তবে বিবিসির তথ্য অনুযায়ী, আগে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহন করলেও বর্তমানে জাহাজটি খালি রয়েছে।
জাহাজটিকে পাহারা দিতে রাশিয়া একটি সাবমেরিনসহ একাধিক নৌযান পাঠিয়েছে বলে সিবিএস নিউজকে দুই মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ করা তেলবাহী ট্যাংকারগুলোর বিরুদ্ধে অবরোধের নির্দেশ দেন। মাদুরো সরকার তখন এই পদক্ষেপকে 'চুরি' বলে আখ্যা দেয়।
ডিসেম্বরে ক্যারিবীয় অঞ্চলে জাহাজটি ভেনেজুয়েলার দিকে যাচ্ছে ধারণা করে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এতে ওঠার চেষ্টা করে। নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে জাহাজটি জব্দের জন্য কোস্টগার্ডের কাছে ওয়ারেন্টও ছিল।
এরপর জাহাজটি দিক পরিবর্তন করে ইউরোপের দিকে যাত্রা শুরু করে। এ সময় প্রায় ১০টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায় বলে জানায় বিবিসি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'বর্তমানে আমাদের রাষ্ট্রীয় পতাকাসহ "ম্যারিনেরা" জাহাজটি উত্তর আটলান্টিকের জলসীমায় আন্তর্জাতিক সমুদ্র আইনের বিধান মেনেই চলাচল করছে।'
বিবৃতিতে আরও বলা হয়, 'আমাদের শান্তিপূর্ণ অবস্থান থাকা সত্ত্বেও রুশ জাহাজটিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক বাহিনী অতিরিক্ত নজরদারিতে রাখছে।'
মঙ্গলবার সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানান, জাহাজটি ডুবিয়ে দেওয়ার চেয়ে জব্দ করতেই বেশি আগ্রহী যুক্তরাষ্ট্র।
বিবিসি ভেরিফাইয়ের জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত 'ম্যারিনেরা' জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে আইসল্যান্ডের উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আগের এআইএস তথ্য বলছে, গত দুই দিনে জাহাজটি যুক্তরাজ্যের পশ্চিম উপকূল অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হয়েছে।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য থেকে কোনো মার্কিন সামরিক অভিযান শুরু করার আগে দেশটিকে অবহিত করার কথা রয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্যান্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে মন্তব্য করতে চায়নি।
মাদুরো আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত রাশিয়ার তিনটি জাহাজ শনাক্ত করেছে বিবিসি ভেরিফাই—যার একটি ম্যারিনেরা।

Comments