কী ট্রেন্ড চলছে বিয়ের পোশাকে

ছবি: ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথির ফেজবুক পেজ থেকে নেওয়া

শীতকাল মানেই যেন বিয়ের মৌসুম। আর বিয়ের একটা বড় অংশ জুড়ে থাকে পোশাক। সময়ের সঙ্গে পরিবর্তন আসছে বিয়ের পোশাকে। একটা সময় শুধু লাল বেনারসিতেই সীমাবদ্ধ ছিল বিয়ের সাজ। এখন বিয়ে আর শুধু লালে আটকে নেই, বিয়ের পোশাকে ডানা মেলেছে মনের শত রং।

বিয়ের মৌসুমে এবার পোশাকের কী ট্রেন্ড চলছে তা জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথি

সাফিয়া সাথি বলেন, 'এ বছর রঙিন সুতার কাজ আলাদা জায়গা করে নিয়েছে বিয়ের পোশাকে। ট্র্যাডিশনাল বেনারসি, কাঞ্জিভরম, কাতানের পাশাপাশি ভেলভেট, সিল্ক উঠে এসেছে বিয়ের কাপড়ের তালিকায়। এক রঙের কাপড়ে মাল্টি থ্রেডের ওভারঅল কাজ এবার একদম ট্রেন্ডি। রঙের ক্ষেত্রে মানুষ ক্রিম, সাদা, অফ-হোয়াইট, পেস্টেল রঙের দিকে ঝুঁকছেন।'

'সবসময় শাড়ির ব্লাউজ কিংবা লেহেঙ্গার টপসের হাত ছোট চললেও এবার ফুল হাত ট্রেন্ডে। সবাই ফুল হাত, শর্ট টপস রাখছেন পছন্দের তালিকায়। এবারের বিয়ের পোশাকে যোগ হয়েছে বাড়তি একটি চাদর বা ওড়না। এক ওড়না দিয়েই স্টাইল না করে এখন ২ ওড়নার ব্যবহার চলছে খুব', জানান তিনি।

সাফিয়া সাথি জানান, ছেলেদের পোশাকেও এসেছে নতুনত্ব। এ বছর ছেলেরা ঝুঁকছেন ফ্লোরাল প্রিন্টের দিকে। হলুদে চলছে রঙিন পাঞ্জাবি, তার সঙ্গে ডিজিটাল প্রিন্টের কটি। লম্বা পাঞ্জাবির ওপর খোলা কটি আছে তাদের পছন্দের তালিকায়। বিয়েতে পিচ, গোলাপি রঙের ব্যবহার বেড়েছে। শেরওয়ানিতেও দেখা যাচ্ছে মাল্টি থ্রেডের কাজ। কেউ কেউ বেছে নিচ্ছেন ফ্লোরাল প্রিন্ট।

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

47m ago