ফ্যাশনে ট্রেন্ডি হালকা কাপড় আর দৃষ্টিনন্দন প্রিন্ট

ফ্যাশন
ছবি: আদনান রহমান

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের পোশাকে বিরাট পরিবর্তন আসে। স্টাইল আর আভিজাত্যকে মাথায় রেখেই গরম আর আর্দ্র আবহাওয়ার ফ্যাশন ঝুঁকছে স্বাচ্ছন্দ্যের দিকে। গরমের স্টাইল মানে খুব জমকালো কিছু নয়, আরামদায়ক হালকা কাপড়, সাদামাটা কিন্তু স্মার্ট কাটিং, আর পোশাকে ব্যক্তিত্বের ছাপ বজায় রাখাই মূল আকর্ষণ হয়ে উঠেছে। শাড়ির মসৃণ ভাঁজ হোক বা কামিজের আরামদায়ক কাট, কিংবা পাঞ্জাবির স্বাছন্দ্য, ২০২৫ সালের পোশাকের মূল আকর্ষণ হল স্বস্তি আর স্বাছন্দ্য।

প্রতিদিনের পোশাকে স্বাছন্দ্য

গরমের দিনের জন্য কামিজ সবসময়ই পছন্দের শীর্ষে, আর আজকাল কামিজে আধুনিক কাটছাঁট আর আরামদায়ক কাপড় কামিজে ভিন্ন মাত্রা এনে দেয়। হাঁটু পর্যন্ত ছোট হেমলাইন, সঙ্গে ফ্লেয়ার প্যান্ট, স্লিভলেস বা ঢিলেঢালা ফুলহাতা ডিজাইন, আর নরম কাপড়- এইসব মিলিয়ে তৈরি হয় কামিজে চমৎকার এক আধুনিক লুক। কাপড় নির্বাচনের সময় এমন কাপড় বেছে নিন যা আপনার জন্য খুব ভারী না, আবার আপনার আকৃতি ধরে রাখে। হালকা বা নিউট্রাল রঙের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট কিংবা জ্যামিতিক প্যাটার্নের ছোঁয়া এনে দেয় নান্দনিক ভারসাম্য। অফিস বা বাইরে যেকোনো পরিবেশে এই ধরনের স্টাইল সহজেই মানিয়ে যায়।

শাড়ির হালকা ভাঁজ

শুদ্ধ বাঙালিয়ানা প্রকাশের সবচেয়ে নিখুঁত উপায় শাড়ি, একথা নিঃসন্দেহে সত্য। তবে গ্রীষ্মের দাবদাহে শাড়ি পরার ধরনে আনতে হয় কিছু পরিবর্তন। এ সময়ে শাড়ি পরায় আনতে হয়ে একটু ঢিলেঢালা ভাব যা আপনাকে স্বস্তি দেবে। মসলিন, কটন সিল্ক, ও খাদির মত হালকা বুননের কাপড়গুলো গ্রীষ্মকালের জন্য আদর্শ। একরঙা শাড়ি যেমন আইভরি, হালকা হলুদ কিংবা হালকা পিচ রঙের শাড়িগুলো দেখতে যেমন অনন্য, তেমনি ভীষণ মার্জিত। এগুলোকে বিপরীত রঙের ব্লাউজ বা ক্রপ শার্টের সঙ্গে পরলে মেলে আধুনিক ছোঁয়া।

গরমের ফ্যাশন
ছবি: আদনান রহমান

এবারের ট্রেন্ডে রয়েছে হ্যান্ডলুম টেক্সচার এবং প্যাচওয়ার্ক, সঙ্গে রয়েছে সূক্ষ্ম বর্ডার বা কারুকার্য করা মোটিফ। ভারী কাজ বা ঝলমলে অলঙ্কারের পরিবর্তে এবার গুরুত্ব দেওয়া হয়েছে সূক্ষ্ম বর্ডার, সূচিশিল্প কিংবা হালকা মোটিফে। ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি ট্রেন্ডি এই স্টাইলে পোশাক পরিবর্তন না করে, শুধু অনুষঙ্গ বদলেই সরাসরি অফিস থেকে রাতের দাওয়াতে চলে যেতে পারবেন।

আরামদায়ক ও অভিজাত পাঞ্জাবি

পুরুষদের জন্য গ্রীষ্মকালীন হালকা পাঞ্জাবি এবার আলোচনার কেন্দ্রে। উৎসবের জন্য তুলে রাখা অতিরিক্ত ফর্মাল ডিজাইনের দিন শেষ। এর জায়গা করে নিচ্ছে হালকা কটন, লিনেন এবং মিশ্র কাপড়ে তৈরি নরম রঙের পাঞ্জাবি, যা প্রতিদিনের ব্যবহারে স্বস্তি দেবে। খুব ভারী জমকালো কাজ নয়, একটি পাঞ্জাবিকে আলাদা করে তুলতে খুব হালকা চিকনকারি কাজ বা সূক্ষ্ম সুতোয় কারুকাজই যথেষ্ট। এ ধরনের পাঞ্জাবিগুলো স্লিম-ফিট পায়জামা, সালোয়ার অথবা ডেনিমের সঙ্গে পরে ফেলতে পারেন। এগুলো দেখতে যেমন স্মার্ট, আবার পরতেও তেমন আরামদায়ক।

খুঁটিনাটি যা মাথায় রাখবেন

এই গ্রীষ্মের ফ্যাশনে কত বেশি জাঁকজমকভাবে সাজবেন তা চিন্তা না করে কীভাবে সাদামাটা পরিমার্জিত লুক আনতে পারেন সেটাই মাথায় রাখুন। খুব হালকা অনুষঙ্গ, যেমন এক জোড়া স্টেটমেন্ট সিলভারের দুল অথবা গলায় হালকা একটি চেইন দিয়েই সাজুন। পায়ে এক জোড়া সাধারণ স্যান্ডেল বা ব্যালে ফ্ল্যাট পরুন। যেই অনুষঙ্গই বেছে নেন না কেন, মনে রাখবেন তা যেন আপনার ব্যক্তিত্বকে ছাপিয়ে না যায়।

কামিজ, কুর্তি, শাড়ি, শার্ট বা পাঞ্জাবি যা-ই পরুন না কেন, আপনার স্টাইল যেন হয় স্বাছন্দ্যের। গরমে আপনার পোশাকের মাধ্যমেই চারিদিকে ছড়িয়ে দিন শীতলতা আর শান্তির বার্তা।

মডেলঃ পারিনাজ

স্টাইলিং দিকনির্দেশনাঃ সোনিয়া ইয়াসমিন ইশা

পোশাকঃ আড়ং 

মেকআপ আর্টিস্টঃ সুমন রাহাত এন্ড টিম

লোকেশনঃ ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

অনুবাদ করেছেন সৈয়দা সুবাহ আলম

 

Comments

The Daily Star  | English

BNP says ‘no’ to constitutional reforms under interim govt

The BNP has said it will not support any constitutional reforms before the national election in February 2026, arguing that such changes must be made by the next parliament.

4h ago