লম্বা চুলের সাজে এই অনুষঙ্গগুলো ব্যবহার করছেন?

চুল, লম্বা চুল, ঘন চুল,
ছবি: আদনান রহমান

লম্বা ও ঘন কালো চুল কার না পছন্দ। এরকম চুল পাওয়া বেশ সৌভাগ্যের ব্যাপার বটে। কারণ লম্বা, ঘন চুলের অধিকারীরা বিভিন্নভাবে চুল সাজাতে পারেন। ফ্যাশনেবল হেয়ারপিন থেকে শুরু করে নজরকাড়া হেডব্যান্ড, নিজের পছন্দ ও উপলক্ষ্য অনুযায়ী এগুলো ব্যবহার করে সহজে খুব সহজেই সুন্দরভাবে নিজেকে পরিপাটি করে সাজিয়ে তুলতে পারেন।

হেয়ার স্টিক

হেয়ার স্টিক বেশ ঐতিহ্যবাহী একটি অনুষঙ্গ। ভারতীয় উপমহাদেশে আসার সঙ্গে সঙ্গে এটি এখানেও সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠে। লম্বা ঘন বাঙালি চুলের জন্য এই ধরনের অনুষঙ্গ বেশ মানানসই। চুল বাঁধার জন্য হেয়ার স্টিক বহু দশক ধরেই ভীষণ জনপ্রিয়, হাল আমলেও এটি সমানভাবে জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে। জমকালো অনুষ্ঠান যেমন: বিয়ের বাড়িতে গেলে হেয়ার স্টিকে ঝলমলে ঝুমকা বা রঙিন ঝালর যোগ করতে পারেন। আবার অফিসে সাধারণ হেয়ার স্টিক ব্যবহার করতে পারেন। এই অনুষঙ্গটি একেবারে সাধারণ হলেও তেমনি চুল আটকে রাখতে ভীষণ কার্যকর।

চুল, লম্বা চুল, ঘন চুল,
ছবি: আদনান রহমান

বানানা ক্লিপ

নব্বই দশকের সেই ঝর্ণার মতো পনিটেইলের কথা মনে আছে? সেই বাঁকানো লম্বা ক্লিপগুলো আবার চলতি ফ্যাশন ধারায় চলে এসেছে। আকারের জন্য এর নাম হয়েছে বানানা ক্লিপ। তাড়াহুড়োর সময় যখন আশেপাশে বের হয়ে থাকা খোলা কার্ল চুলগুলোকে কোনোভাবে গুছিয়ে নিতে হয়, তখন এই অনুষঙ্গ দারুণ কাজে লাগে। এর সঙ্গে পরে নিন এক জোড়া মোটা ধাঁচের কানের দুল, আর মুহূর্তেই ফিরে যান নব্বইয়ের সেই দিনগুলোতে।

চুল, লম্বা চুল, ঘন চুল,
ছবি: আদনান রহমান

হেড ব্যান্ড

রেট্রো স্টাইলের হেড ব্যান্ড ঘন ঝলমলে চুলে দারুণ মানায়। মোটা একটি হেড ব্যান্ড আপনার লুককে পুরো পালটে দিতে পারে। সাদামাটা ডিজাইনের হোক বা প্যাটার্ন বা পলকা ডটসহ—এরকম হেড ব্যান্ড এখন বেশ ট্রেন্ডি। নস্টালজিক গ্ল্যামারের ছোঁয়ার সঙ্গে এটি চেহারায় অন্যরকম একটি আবহ তৈরি করে।

চুল, লম্বা চুল, ঘন চুল,
ছবি: আদনান রহমান

ডেকোরেটিভ কম্ব

বিশ্বের নানা দেশের সংস্কৃতিতে ডেকোরেটিভ কম্ব বেশ জনপ্রিয় একটি চুলের অনুষঙ্গ। কিছু চিরুনি চুলের ভেতর ভলিউম তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আবার কিছু ডেকোরেটিভ চিরুনি মুক্তা, রাইনস্টোন কিংবা কৃত্রিম ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো হয়, যা আপনার চুলকে সত্যিই আকর্ষণীয় করে তুলবে। ফরাসি টুইস্ট বা গিবসন টাকের মতো হেয়ারস্টাইলে এ ধরনের ডেকোরেটিভ কম্ব ব্যবহারে চেহারায় অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে।

মডেল: আরনিরা
স্টাইলিং ও নির্দেশনা: সোনিয়া ইয়াসমিন ইশা
মেকআড: সুমন রাহাত
হেয়ার: প্রবিনা

অনুবাদ করেছেন সৈয়দা সুবাহ আলম

Comments

The Daily Star  | English

House rent allowance for MPO teachers raised to 15%, effective in two phases

7.5% house rent allowance from Nov 1, rising to 15% from July 1 next year

46m ago