ব্রুস লি: ‘জিত কুনে ডো’-র জন্ম ও এক মুক্ত যোদ্ধার দর্শন

ব্রুস লি: ‘জিত কুনে ডো’-র জন্ম ও এক মুক্ত যোদ্ধার দর্শন
ব্রুস লি। ছবি: সংগৃহীত

ব্রুস লি-কে অনেকেই চেনেন তার অনবদ্য মার্শাল আর্টের জন্য। তার সবচেয়ে পরিচিত উত্তরাধিকার নিঃসন্দেহে তার বিখ্যাত সিনেমাগুলো। কিন্তু চলচ্চিত্রের বাইরে তিনি তৈরি করেছিলেন এক অনন্য যুদ্ধদর্শন—জিত কুনে ডো। ক্যানটোনিজ এই শব্দের অর্থ দাঁড়ায় 'আঘাতকে থামিয়ে দেওয়া মুষ্টির পথ'—আরও সহজ করে বললে, 'যে পথ আঘাতকে থামিয়ে দেয়'।

কুং ফুর জগতে হুং গার, উইং চুন, তাই চি—এমন অসংখ্য প্রতিষ্ঠিত স্টাইল আছে। কিন্তু জিত কুনে ডো বুঝতে গেলে প্রথমেই জানতে হয়—ব্রুস লি কখনোই এটিকে একটি আলাদা 'স্টাইল' বানাতে চাননি।

বরং তিনি চাইতেন ঠিক উল্টোটি। তার মতে, নির্দিষ্ট নিয়মে আটকে থাকা যেকোনো স্টাইল মানুষের দক্ষতাকে সীমাবদ্ধ করে। তখন মিক্সড মার্শাল আর্টের ধারণাই ছিল না, ফলে প্রতিটি স্টাইলে কঠোর নিয়ম ছিল—যা ভাঙা প্রায় অপরাধের মতো। বাস্তবে জরুরি হলেও অনেক কৌশল ব্যবহার করা যেত না, কারণ সেগুলো সেই স্টাইলে 'নিয়মবহির্ভূত'।

যোদ্ধারা এমনভাবে নিয়মের কাছে বাধা থাকতেন যে, স্টাইলটাই যেন যোদ্ধার চেয়ে বড় হয়ে যেত। ব্রুস লি একে বলতেন—'দ্য ক্লাসিক্যাল মেস'—অর্থাৎ ঐতিহ্যের জটিলতা।

তিনি 'তাও অব জিত কুনে ডো'–তে লিখেছিলেন—'জিত কুনে ডো নিরাকারতাকে গুরুত্ব দেয়, যেন তা যে কোনো রূপ নিতে পারে। কারণ এটি কোনো স্টাইল নয়, তাই এটি সব স্টাইলের সঙ্গে মানিয়ে যেতে পারে। জিত কুনে ডো সব পথ ব্যবহার করে, কিন্তু কোনো কিছুর দ্বারা বাঁধা থাকে না। যে কৌশল কাজে লাগে, সেটাই ব্যবহার করা হয়।'

অর্থাৎ বাস্তব পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিকভাবে কৌশল বদলানোই জিত কুনে ডো–এর মূলমন্ত্র। তার বিখ্যাত 'বি ওয়াটার' দর্শনও এই নীতিরই প্রতিফলন।

এমনকি 'ক্লাসিকাল মেস' কথাটা মনে রাখার সুবিধার্থে তিনি নিজের জন্য ছোট একটি প্রতীকী সমাধিফলকও বানিয়েছিলেন—এক ধরনের সতর্কবার্তা হিসেবে।

ব্রুস লি: ‘জিত কুনে ডো’-র জন্ম ও এক মুক্ত যোদ্ধার দর্শন
সিনেমায় ব্রুস লি। ছবি: সংগৃহীত

জিত কুনে ডো–র সূচনা

১৯৬৭ সালে লস অ্যাঞ্জেলেসে জিত কুনে ডো–এর জন্ম। তখন লি অভিনীত 'দ্য গ্রিন হর্নেট' বন্ধ হয়ে গেছে। জীবিকার জন্য তিনি লস অ্যাঞ্জেলেসের চায়না টাউনে খুলেছিলেন জুন ফ্যান গুন ফু ইনস্টিটিউট, যেখানে তিনি কুং ফু শেখাতেন।

ম্যাথিউ পলির জীবনীগ্রন্থ ব্রুস লি. অ্যা লাইফ–এ বলা হয়েছে, এড পার্কারের স্কুলের কিছু ছাত্র ও বন্ধুকে লি নিজের কাছে এনে অনুশীলন করাতেন। তার লক্ষ্য ছিল—ওদের এমন দক্ষ করে তোলা যাতে তিনি নিজেই ওদের সঙ্গে উচ্চমানের স্পারিং করতে পারেন। নতুন যুদ্ধদর্শনটাকে পরীক্ষা করতে তার শক্তিমান প্রতিপক্ষ দরকার ছিল।

বহু উৎস থেকে গড়া এক যুদ্ধশৈলী

জিত কুনে ডো–এর বড় বৈশিষ্ট্য ছিল—এটি একাধিক যুদ্ধকলার মিশ্রণে তৈরি। পূর্বের মার্শাল আর্ট থেকে যেমন নিয়েছে, তেমনি পশ্চিম থেকেও নিয়েছে।

এর অন্যতম ভিত্তি ছিল উইং চুন—যা লি হংকংয়ে ইপ ম্যানের কাছ থেকে শিখেছিলেন। উইং চুন মূলত কাছাকাছি দূরত্বে দ্রুত ঘুষির কৌশল শেখায়। ছোট-গঠনের লি–এর জন্য এটি বিশেষভাবে উপযোগী ছিল, কারণ বড় প্রতিপক্ষের শক্তিশালী আঘাত তিনি সহজে নিতে পারতেন না।

জিত কুনে ডো–এর মূল ধারণা—প্রতিপক্ষের আঘাত পৌঁছানোর আগেই সেটিকে থামিয়ে দেওয়া—এই 'স্টপিং ফিস্ট'–এর ভিত্তিও আসে উইং চুন থেকে।

লি–এর মেয়ে শ্যানন লি তার বই বি ওয়াটার মাই ফ্রেন্ড–এ লিখেছেন—'বাবা জিত কুনে ডো তৈরি করছিলেন ঠিকই, কিন্তু তিনি কখনো উইং চুনের প্রধান অনুশীলন "চি সাও" ছাড়েননি। এটি হাতে দ্রুত প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষের মনোভাব বুঝে নেওয়ার ক্ষমতা বাড়ায়।'

ফিলিপাইনের লাঠিযুদ্ধভিত্তিক মার্শাল আর্ট 'আর্নিস' (এসক্রিমা)–ও তিনি যোগ করেছিলেন। এ ছাড়া জু-জিৎসু—যেখানে প্রতিপক্ষের শক্তিকে তার বিরুদ্ধেই ব্যবহার করা হয়—এটিও জিত কুনে ডো–তে এসেছে।

ব্রুস লি: ‘জিত কুনে ডো’-র জন্ম ও এক মুক্ত যোদ্ধার দর্শন
চাক নোরিস ও ব্রুস লি। ছবি: সংগৃহীত

পাশাপাশি তিনি পশ্চিমা বক্সিং থেকেও অনেক ধারণা নিয়েছেন। হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর বিরাট ভক্ত ছিলেন লি—এমনকি ভাবতেন, তাকে হারাতে পারবেন কি না! পশ্চিমা বক্সারদের দ্রুত পায়ের কাজ এবং লাগাতার নড়াচড়ায় তিনি মুগ্ধ ছিলেন। তার ছবিতেও দেখা যায়—তিনি প্রায় কখনোই এক জায়গায় স্থির থাকেন না।

তার এক ছাত্র জেরি পোটিট বলেছিলেন—'তিনি (লি) বারবার বলতেন—ফুটওয়ার্ক, ফুটওয়ার্ক, আর ফুটওয়ার্ক। তিনি চাইতেন আমরা আরও দ্রুত ও গতিশীল হই।'

ফেন্সিং

জিত কুনে ডো–এর অন্যতম গোপন ভিত্তি ছিল—ফেন্সিং। লি–এর ভাই পিটার ছিলেন দক্ষ ফেন্সার, তিনিই ব্রুস লিকে শিখিয়েছিলেন।

শ্যানন লি লিখেছেন—'ফেন্সিং থেকে বাবা শিখেছিলেন দূরত্ব বোঝা, সময় বোঝা, আর "স্টপ হিট" ও "র‍্যুপোস্ট" কৌশল—যেগুলো প্রতিপক্ষ আক্রমণ শুরু করার আগেই তাকে থামিয়ে দেয়।'

যুদ্ধশৈলী হলেও আছে এক দার্শনিক দিক

জিত কুনে ডো যদিও লড়াইয়ের জন্য তৈরি, তবুও আগের যেকোনো মার্শাল আর্টের মতো এর মধ্যেও রয়েছে এক দর্শন। এই জায়গাটি ব্রুস লি বজায় রেখেছিলেন। তিনি লিখেছিলেন—'জিত কুনে ডো হলো প্রজ্ঞা। এটি ইচ্ছাশক্তি ও আত্মনিয়ন্ত্রণের পথে চলার জীবনদর্শন।'

ব্রুস লির ৮৫তম জন্মবার্ষিকীতে তাকে শুভেচ্ছা। তার শেখানো পথ, দর্শন ও কৌশল আজও বিশ্বজুড়ে লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে আছে।

Comments

The Daily Star  | English
Biman Bangladesh Airlines buying Boeing aircraft

Biman chooses Boeing

National carrier decides in principle to buy 14 aircraft from Airbus’s rival

2h ago