রাজশাহী কলেজে যা দেখবেন

রাজশাহী কলেজ

উত্তরবঙ্গের শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে রাজশাহী কলেজ। প্রায় দেড়শ বছর ধরে জ্ঞানচর্চার ধারাকে এগিয়ে নিয়ে চলা এ প্রতিষ্ঠান শুধু রাজশাহীর নয়, গোটা দেশের জন্যই এক গৌরবজনক অধ্যায়।

এটি শুধু একটি কলেজ না, চমৎকার দর্শনীয় স্থানও। কলেজ ক্যাম্পাস ঘুরে দেখলে যেকোনো দর্শনার্থী মুগ্ধ হবেনই।

প্রতিষ্ঠা ও প্রাথমিক ইতিহাস

রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৭৩ সালে। ১৯৫৩ সালে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যুক্ত হয়।

লাল দালান ও স্থাপত্য নিদর্শন

কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতেই নজরে পড়ে লাল ইটের তৈরি বিশাল প্রশাসনিক ভবন, যা 'লাল দালান' নামে পরিচিত। কলেজটির মূল আকর্ষণই এই প্রশাসনিক ভবন। ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যশৈলীতে নির্মিত দালানটিতে রয়েছে সুনির্মিত বারান্দা, খিলানযুক্ত জানালা ও উঁচু ছাদ।

রাজশাহী কলেজ

কলেজে বর্তমানে প্রায় এক ডজন ভবন রয়েছে, যার মধ্যে বিজ্ঞান ভবন, কলা ভবন, গ্রন্থাগার ভবন, ছাত্রাবাস, শিক্ষক কোয়ার্টার ও পরীক্ষণ ভবন উল্লেখযোগ্য। প্রতিটি ভবনের নির্মাণশৈলীতে রয়েছে প্রাচীন রুচির ছাপ।

শাপলা ভরা পুকুর

কলেজ চত্বরে রয়েছে একটি বড় পুকুর। পুকুরটির অবস্থান 'লাল দালানে'র পিছনেই। প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যে ভরা পুকুরটি শিক্ষার্থীদের নিত্যসঙ্গী।

এই পুকুরে বর্ষা ও শরৎকালে শাপলা ফুল ফুটে থাকে। সাদা, বেগুনি, গোলাপি রঙের শাপলা ভরা পুকুরটি এক দেখায় যে কারোরই ভালো লাগবে। মাঝেমধ্যেই মাছের লাফ, পাখির ডানা ঝাপটানো আর গাছের ছায়া পুকুরটিকে করে তোলে আরও আকর্ষণীয়। পুকুরপাড়ে রয়েছে শান বাঁধানো ঘাট, যেখানে বসে শিক্ষার্থীরা আড্ডা দেন, পাঠ প্রস্তুতি নেন কিংবা সময় কাটান। এই পুকুরটি ক্যাম্পাসের পরিবেশকে করে তুলেছে প্রশান্তিময়।

বৃক্ষরাজি ও ফুলের বাগান

রাজশাহী কলেজ সবুজ পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত। পুরো ক্যাম্পাসজুড়ে প্রায় ১৪০ প্রজাতিরও বেশি গাছ রয়েছে। যার মধ্যে রয়েছে কাঞ্চন, লটকন, মুচকন্দ, চম্পা, কনক, বাঁদর লাঠি, কাঠবাদাম, পারুল, করমচা, বান্দর হোলা, সুন্দরী, মহুয়া, কন্যারি, অর্জুন, নারকেল, বাটনা, হিজল, পলাশসহ  অনেক গাছ। ঋতুভেদে গাছে গাছে ফুল ফোটে, পাখির কলকাকলিতে মুখর থাকে চত্বর।

রাজশাহী কলেজ

এছাড়া মূল ভবনের সামনে রয়েছে একটি ফুলের বাগান। যেখানে জিনিয়া, গাঁদা, রুয়েলিয়া, গোলাপ, কসমস, পাতাবাহার, চন্দ্রমল্লিকা, জবা, ঝাউ, বকুল, রজনীগন্ধা, ডালিয়া ও চন্দ্রমল্লিকার সারি কলেজ চত্বরে এক নান্দনিক দৃশ্যপট তৈরি করে।

স্মৃতি

এ কলেজ ক্যাম্পাসে রয়েছে শহীদ মিনার। এরশাদ বিরোধী আন্দোলনে নিহত শহীদ দুলালের সমাধিও রয়েছে এখানে।

কলেজ গ্রন্থাগার

রাজশাহী কলেজের গ্রন্থাগারটি বেশ সমৃদ্ধ। এখানে প্রায় ৭৭ হাজারেরও বেশি বই রয়েছে, যার মধ্যে বহু প্রাচীন ও দুর্লভ বইও রয়েছে।

পরিদর্শনের জন্য তথ্য

রাজশাহী কলেজ দেখার জন্য খোলা থাকে সরকারি কার্যদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে প্রশাসনিক ভবনে প্রবেশ সীমিত।

ছবি: সাজেদুর আবেদীন শান্ত

 

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

42m ago