টাক মাথায় কি খুশকি হয়?
আপনার ব্যক্তিত্ব ও সৌন্দর্য অনেকটাই ম্লান করে দিতে পারে মাথার খুশকি। খুশকি টাক মাথার ব্যক্তিদেরও হতে পারে, যা অত্যন্ত বিব্রতকর।
টাক মাথায় খুশকি কেন হয় এবং হলে কী করবেন—এই সম্পর্কে জানিয়েছেন লেজার চেইন স্কিন সেন্টারের কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডা. আসমা তাসনীম খান।
টাক মাথায় খুশকি
ডা. আসমা তাসনীম খান বলেন, টাক মাথায়ও খুশকি হতে পারে। কারণ খুশকি শুধুমাত্র চুলের সঙ্গে জড়িত না, এটি মাথার স্ক্যাল্পের ত্বকের সমস্যা। খুশকি হচ্ছে মূলত মাথার স্ক্যাল্পের মৃত ত্বকের কোষ। মাথায় চুল না থাকলেও স্ক্যাল্পে ফ্লেক্স বা খুশকি হতে পারে।
কেন হয়?
তৈলাক্ত ও শুষ্ক যেকোনো মাথার ত্বকেই খুশকি হতে পারে। এ ছাড়াও ভিন্ন ভিন্ন কারণে টাক মাথায় খুশকি হতে পারে, যেমন:
১. মাথার ত্বকে বিভিন্ন ধরনের ছত্রাকের সংক্রমণ থেকে টাক মাথায় খুশকি হতে পারে। ম্যালাসেজিয়া নামক এক ধরনের ছত্রাকের অত্যাধিক বৃদ্ধির কারণে অতিমাত্রায় খুশকি হয়।
২. অনেকের মাথার ত্বকে স্কিন সেল টার্নওভার রেট বেশি থাকে, যে কারণে অতিরিক্ত মৃত ত্বকের কোষ জমে জমে খুশকি হয়।
৩. টাক মাথার ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে যাওয়ার কারণে খুশকি হতে পারে।
৪. অতিমাত্রার তৈলাক্ত মাথার ত্বকেও খুশকি হতে পারে। মাথার ত্বকে তেল জমে থাকে এবং ঠিকমতো পরিষ্কার না করার কারণে সেখানে ছত্রাক সংক্রমণ থেকে টাক মাথায় খুশকি হয়।
৫. মাথার ত্বকের বিভিন্ন ধরনের রোগের কারণেও টাক মাথায় খুশকি হতে পারে। যেমন: সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, একজিমার মতো ত্বকের রোগের কারণে খুশকি হয়।
৬. আবহাওয়া পরিবর্তনের কারণেও টাক মাথায় খুশকি হতে পারে। শীতকালে, শুষ্ক আবহাওয়ায় খুশকি হওয়ার প্রবণতা বেড়ে যায়।
৭. মাথার ত্বক অপরিচ্ছন্ন রাখার কারণেও খুশকি হয়।
প্রতিকারের উপায়
ডা. আসমা তাসনীম খান বলেন, টাক মাথায় খুশকি দূর করার জন্য মেডিকেটেড অ্যান্টি-ড্যানড্রাফ, অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে হবে। যেমন: কেটোকোনাজল, জিঙ্ক পাইরিথিওন, সেলেনিয়াম সালফাইডযুক্ত শ্যাম্পুগুলো সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করতে হবে। মাথায় শ্যাম্পু দিয়ে ফেনা করে ৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ভালোভাবে।
এরপরেও যদি খুশকি না যায়, তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে স্টেরয়েড, মাইল্ড স্টেরয়েডযুক্ত কিছু স্প্রে পাওয়া যায়, সেগুলো মাথার ত্বকে দেওয়া হলে খুশকি দূর হয়।
ত্বকের বিভিন্ন রোগের কারণে টাক মাথায় খুশকি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ত্বকের পরীক্ষা-নিরীক্ষা করে সেই অনুযায়ী অ্যান্টি-ফাঙ্গাল ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।
এ ছাড়া খুশকি যাতে না হয়, সেজন্য মাথায় চুল না থাকলেও মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে, নিয়মিত শ্যাম্পু বা সাবান ব্যবহার করতে হবে।


Comments