ধানমন্ডিতে মোয়াজ্জেম হোসেনের ‘শহরনামা’ ছাপচিত্রের প্রদর্শনী

ধানমন্ডিতে মোয়াজ্জেম হোসেনের ‘শহরনামা’ ছাপচিত্রের প্রদর্শনী
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে সফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে চিত্রশিল্পী মোয়াজ্জেম হোসেন জনির প্রথম একক ছাপচিত্র প্রদর্শনী 'শহরনামা'। 

ঢাকা, কলকাতা ও হাংচৌ শহরে বসবাসের অভিজ্ঞতা তিনি ছাপচিত্রের ক্যানভাসে এঁকেছেন।

গত ১৮ ডিসেম্বর ৪ দিনব্যাপী এই একক ছাপচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক এ এস এম ড. মাকসুদ কামাল।

ধানমন্ডি-৪-এর বাসা#২১/এ (প্রথম তলায়) সফিউদ্দিন শিল্পালয়ে ১৮ থেকে ২১ ডিসেম্বর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮ পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

ACC to get power to probe corruption by Bangladeshis anywhere, foreigners in Bangladesh

The Anti-Corruption Commission (ACC) is set to receive sweeping new powers under a proposed ordinance that will allow it to investigate corruption by Bangladeshi citizens, both at home and abroad, as well as by foreign nationals residing in the country. .The draft Anti-Corruption Commissio

43m ago