বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

রূপসী বাংলার কবিখ্যাত জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি ভিন্নধর্মী আলেখ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার।

আগামী ২২ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠেয় এই আয়োজনের সহযোগী ঢাকাস্থ সংগঠন 'জীবনানন্দ আলয়'।

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়েছে, অনুষ্ঠানে দেশের প্রথিতযশা বেশ কয়েকজন আবৃত্তিশিল্পী ও জীবনানন্দ গবেষক অংশ নেবেন।

অনুষ্ঠানটি হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে।

সাংবাদিক, জীবনানন্দ গবেষক ও 'জীবনানন্দ আলয়ে'র সমন্বয়ক আমীন আল রশীদ জানান, দেড় ঘণ্টার অনুষ্ঠানটিতে জীবনানন্দের বহুল পঠিত ও তুলনামূলকভাবে কম পরিচিত মিলিয়ে মোট ২৩টি কবিতা আবৃত্তি করা হবে।

তিনি আরও জানান, ফাঁকে ফাঁকে জীবনানন্দ দাশের সঙ্গে বরিশালের সম্পর্ক এবং অন্যান্য বিষয়ে কিছু তথ্য পরিবেশন করা হবে। জীবনানন্দের কিছু দুর্লভ ছবিও অনুষ্ঠানস্থলে প্রদর্শন করা হবে।

জীবনানন্দকে নিয়ে এ রকম আয়োজন বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই প্রথম বলেও তিনি দাবি করেন।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

People from all walks of life arrive by bus, train and other modes of transport

2h ago