পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতা, ৬৯৭ কেন্দ্রে আবারও ভোট

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার ঘটনায় ৭ জেলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার ঘটনায় ৭ জেলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন শনিবারের পঞ্চায়েত নির্বাচনের মোট ৬১ হাজার ৬৩৬ কেন্দ্রের মধ্যে ৬৯৭ কেন্দ্রের ভোট বাতিল করে আবারো ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে।

আজ সোমবার ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল ৭টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে।

কড়া নিরাপত্তা প্রহরার মধ্যে এই ভোটগ্রহণ চলবে। প্রতিটি কেন্দ্রে ৮ জন সশস্ত্র প্রহরী থাকবেন—কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য ও স্থানীয় পুলিশের ৪ সদস্য। রোববার নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে, আরো বেশ কিছু কেন্দ্রে পুনঃভোটের আয়োজন করা হতে পারে।

মঙ্গলবারের মধ্যে পুনঃভোটের ফলাফল জানা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ২০১৮ সালের সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে ১৫৯ কেন্দ্রের ভোট বাতিল ও পুনঃভোট হয়েছিল।

নির্বাচন কমিশন জানিয়েছে, সহিংসতার ঘটনা সত্ত্বেও শনিবারের ভোটে ৮১ শতাংশ ভোট পড়েছে।

আজ সকালে আবারো ভোট দিতে এসেছেন নারী ভোটাররা। ছবি: স্টেটসম্যান
আজ সকালে আবারো ভোট দিতে এসেছেন নারী ভোটাররা। ছবি: স্টেটসম্যান

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা ইঙ্গিত করেন, শুধু সহিংসতার মাত্রা অনুযায়ী পুনঃভোটের সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যালট বাক্স কারচুপি ও ভোটের অস্বাভাবিক ধরনের কারণেও বেশ কিছু কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। কর্মকর্তা জানান, 'কিছু কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়।'

মুর্শিদাবাদে সবচেয়ে বেশি সহিংসতা দেখা দেয়। এই জেলার ১৭৫ কেন্দ্রে ভোট বাতিল হয়েছে। এছাড়াও মালদা, নদিয়া, কুচবিহার, উত্তর চব্বিশ পরগনা ও উত্তর দিনাজপুরে যথাক্রমে ১১২, ৮৯, ৫৩, ৪৬ ও ৪৩টি কেন্দ্রে পুনঃভোট হচ্ছে।

মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে নির্বাচনী সংঘর্ষে যথাক্রমে ৫ ও ৪ জন নিহত হন।

সবচেয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে মাত্র ১০টি কেন্দ্রে পুনঃভোট হবে।

ইতোমধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার ঘটনায় ৭ জেলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। ৮ জুন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত মাস ১৯ জন সহিংসতায় নিহত হন, যার ফলে এ নির্বাচনকে ঘিরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫।

 

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

3h ago