মমতাকে ‘পেছন থেকে ধাক্কা’ দেওয়া হয়েছে: হাসপাতাল কর্তৃপক্ষ

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি: স্টেটসম্যান
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি: স্টেটসম্যান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে পড়ে যেয়ে আঘাত পেয়েছেন। হাসপাতালের পরিচালক বলেছেন, মমতাকে 'পেছন থেকে ধাক্কা' দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার দক্ষিণ কালীঘাট এলাকায় নিজ বাড়িতে পড়ে যেয়ে কপালে ব্যথা পান মমতা। কয়েক ঘণ্টা পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারটি স্টিচ নেওয়ার পর তিনি বাড়ি ফেরেন।

পিটিআইর (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) এক প্রতিবেদনে রাষ্ট্রীয় হাসপাতাল এসএসকেএমের পরিচালক মণিময় বন্দ্যোপাধ্যায়ের বরাত দিয়ে জানানো হয়, 'নিজ ঘরে মমতাকে কেউ পেছন থেকে ধাক্কা দেওয়ার পর তিনি পড়ে যেয়ে আঘাত পান। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।'

সংবাদসংস্থাটি আরও জানিয়েছে, মমতার পড়ে যাওয়া বা তাকে ধাক্কা দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ জানানো হয়েছে কী না, তা নিশ্চিত নয়। মমতাকে নিয়ে আসার সময় এসএসকেএম হাসপাতালে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। তার সঙ্গে পিটিআই যোগাযোগের চেষ্টা চালালেও তিনি সাড়া দেননি।

টাইমস অব ইন্ডিয়া মমতার পরিবারের এক নাম প্রকাশে অনিচ্ছুক সদস্যের বরাত দিয়ে জানায়, 'পেছনে থেকে ধাক্কা দেওয়ার পর সামনে থাকা ছোট ক্যাবিনেটের ধারাল অংশে গিয়ে লাগে তার কপাল।'

বৃহস্পতিবার গড়িয়াহাটের একডালিয়া পার্কে একটি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ের একটি মূর্তি অবমুক্ত করার পর দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত বাড়িতে ফেরেন মমতা। এরপরই আঘাত পান তিনি।

হাসপাতালে স্টিচ দেওয়া ও চিকিৎসার পর মমতার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে হাসপাতাল থেকে

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করে মমতাকে হাসপাতালে নেওয়া হয়। সম্পর্কে মমতার ভাগ্নে অভিষেক বলেন, 'বাংলার মানুষের আশীর্বাদে তিনি সেরে উঠবেন।'

মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় একটি বাংলা টিভি চ্যানেলকে বলেন, 'তিনি বাড়ির ভেতর পড়ে যান মমতা এবং তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। তার কপাল থেকে রক্ত পড়ছিল এবং তাকে স্টিচ দিতে হয়।'

মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকার অনুরোধ জানানো হলেও তিনি বাড়িতে ফিরে যান।

'তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা অব্যাহত রাখা হবে। আগামীকাল আবারও তার পরীক্ষা করা হবে এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে', যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতার দ্রুত সুস্থতা কামনা করে এক্সে পোস্ট করেন।

'আমি মমতা দিদির দ্রুত সেরে ওঠা ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি', যোগ করেন মোদি।

Comments

The Daily Star  | English

'While there have been some setbacks in law and order, we're taking necessary steps'

Home Adviser Jahangir Alam Chowdhury says investigation into Rajbari unrest is underway

47m ago