লোকসভা নির্বাচন

২৫ বছরে প্রথমবারের মতো আমেথিতে লড়ছেন না গান্ধী পরিবারের কেউ

গান্ধী পরিবারের সদস্যরা। ডান থেকে বাঁয়ে: সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রা ও রাহুল গান্ধী। ফাইল ছবি: রয়টার্স
গান্ধী পরিবারের সদস্যরা। ডান থেকে বাঁয়ে: সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রা ও রাহুল গান্ধী। ফাইল ছবি: রয়টার্স

ভারতের রাজনীতির গত ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আমেথি আসনে গান্ধী পরিবারের কোনো সদস্য লড়ছেন না।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

স্বাধীন ভারতের ইতিহাসে, লোকসভা নির্বাচনের এই আসনে বেশির ভাগ সময়ই গান্ধী পরিবারের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।

১৯৬৭ সাল থেকে সর্বশেষ নির্বাচন পর্যন্ত এই পরিবারের কেউ না কেউ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শুধু ব্যতিক্রম ছিল ৭০ ও ৯০ দশকের কয়েকটি বছর।

২০১৯ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি ৫৫ হাজার ভোটের ব্যবধানে রাহুল গান্ধীকে পরাজিত করে কংগ্রেসের 'আমেথি দুর্গে' ফাটল ধরান।

এর আগে টানা তৃতীয়বারের মতো ২০১৪ সালে রাহুল গান্ধী এই আসনে বিজয়ী হয়েছিলেন। সেবার রাহুলের চার লাখ আট হাজার ৬৫১ ভোটের বিপরীতে ইরানি পেয়েছিলেন তিন লাখ ৭৪৮ ভোট।

চলমান লোকসভা নির্বাচনে রায়বেরেলি আসনে লড়বেন রাহুল।

বিশ্লেষকদের ধারণা ছিল, আমেথি থেকে প্রিয়াংকা বা রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে তাদের পরিবর্তে কংগ্রেস তাদের পুরোনো ও বিশ্বস্ত নেতা কিশোরী লাল শর্মাকে এ আসনের জন্য মনোনীত করেছে। 

কংগ্রেসের পুরোনো ও বিশ্বস্ত নেতা কিশোরী লাল শর্মা। ছবি: সংগৃহীত
কংগ্রেসের পুরোনো ও বিশ্বস্ত নেতা কিশোরী লাল শর্মা। ছবি: সংগৃহীত

প্রিয়াংকা গান্ধী কিশোরী লাল শর্মাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'কিশোরী লাল শর্মার সঙ্গে আমাদের পরিবারের দীর্ঘ দিনের সম্পর্ক। তিনি সব সময়ই সর্বান্তঃকরণে আমেথি ও রায়বেরেলির মানুষের সেবা করে এসেছেন। জনসেবার ক্ষেত্রে তিনি এক অনন্য উদাহরণ।'

ইতোমধ্যে কংগ্রেসের ঐতিহ্যবাহী আসন আমেথি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে কিশোরী লাল শর্মা দলীয় নেতাদের ধন্যবাদ জানিয়েছেন।

সর্বশেষ ১৯৯৮ সালে 'অগান্ধী' প্রার্থী হিসেবে আমেথি থেকে লড়েন সতীশ শর্মা। তিনি বিজেপির সঞ্জয় সিংয়ের কাছে পরাজিত হন।

সাত পর্যায়ের লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের অংশ হিসেবে আগামী ২০ মে আমেথি ও রায়বারেলির ভোট অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে দীনেশ প্রতাপ সিংকে আমেথির প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বিজেপি। তিনি ২০১৯ সালে সোনিয়া গান্ধীর কাছে পরাজিত হয়েছিলেন।

Comments

The Daily Star  | English
A bitter brew: Climate change and the decline of Sylhet’s tea gardens

A bitter brew: Climate change and the decline of Sylhet’s tea gardens

Projections by the United Nations Food and Agriculture Organization (FAO) indicate that tea cultivation areas could shrink by 2050.

7h ago