কেজরিওয়ালের দিল্লি থাকছে মোদির হাতেই

দিল্লি তে এগিয়ে বিজেপি
দিল্লির মূখ্যমন্ত্রী কেজরিওয়াল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোলাজ ছবি: সংগৃহীত

প্রাথমিক ভোট গণনায় দিল্লির সাত আসনেই এগিয়ে আছে নরেন্দ্র মোদির দল বিজেপির প্রার্থীরা। বিধানসভা নির্বাচনে আধিপত্য দেখালেও লোকসভায় বিশেষ সুবিধা করতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ও তার জোটের অন্যান্য প্রার্থীরা। 

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

মাত্র সাতটি আসন থাকলে দিল্লির রয়েছে উল্লেখযোগ্য রাজনৈতিক গুরুত্ব।

ঐতিহাসিকভাবে রাজধানীতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। তবে ২০১৩ সালের পর কংগ্রেসকে হটিয়ে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)।

গত দুই লোকসভা নির্বাচনেও (২০১৪ ও ২০১৯) দিল্লির সাত আসনের সাতটিই জিতে নিয়েছিল বিজেপি। 

কয়েক সপ্তাহের আলোচনার পর ফেব্রুয়ারির শেষে ইন্ডিয়া জোটের দুই দল কংগ্রেস ও এএপি আসন ভাগাভাগির পরিকল্পনা চূড়ান্ত করে। চার আসনে এএপি প্রার্থী দেয় আর বাকি তিন আসনে কংগ্রেস।

বিজেপি এনডিএ জোটের অংশ হলেও দিল্লিতে বিজেপি ছাড়া জোটের অন্য কোনো দল প্রার্থী দেয়নি।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, দিল্লি লোকসভার প্রায় ৬০ শতাংশ ভোট গণনা শেষ হওয়ার পর সাত আসনেই এগিয়ে আছেন বিজেপির প্রার্থীরা। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গণনা কার্যক্রমের এখন পর্যন্ত ১২ রাউন্ড শেষ হয়েছে।

নয়াদিল্লি আসনে বিজেপির প্রার্থী বানসুরি স্বরাজ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এএপির সোমনাথ ভারতির চেয়ে ৩১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন।

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

1h ago