‘প্রযুক্তিগত ত্রুটি’তে জাপানে টয়োটার সব কারখানা সাময়িক বন্ধ

প্রযুক্তিগত ত্রুটির কারণে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টয়োটা জাপানে ১৪টি কারখানার সবকটিতেই উৎপাদন বন্ধ রেখেছে।

বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া কারখানা বন্ধের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

তবে এএফপিকে পাঠানো এক বিবৃতিতে টয়োটা জানায়, আমরা মনে করি না সাইবার হামলার কারণে এই সমস্যা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে ১৪টি প্ল্যান্টের মধ্যে ১২টি বন্ধের কথা বলা হলেও পরে সবগুলো প্ল্যান্ট বন্ধের কথা জানানো হয়।

কখন পুনরায় উৎপাদন শুরু করতে পারবে বা এই ত্রুটির কারণে কতটা ক্ষতি হতে পারে এ বিষয়েও টয়োটার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

অনুমান করা হয়, টয়োটা সারা বিশ্বে যে পরিমাণ গাড়ি তৈরি করে তার এক তৃতীয়াংশ সম্পন্ন হয় এই ১৪ কারখানায়।

এর আগে বেশ কিছু সমস্যা পার হয়ে আসার পর টয়োটার আজকের এই সাময়িক বন্ধের ঘোষণা এল। গত বছর এর এক সাপ্লায়ার সাইবার হামলার শিকার হওয়ার পর এর কার্যক্রম ব্যাহত হয়। এক দিনের ওই বিঘ্নের ফলে প্রায় ১৩ হাজার গাড়ি বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Comments

The Daily Star  | English

A DARK DAY FOR INDEPENDENT JOURNALISM

They can burn our office, not our resolve

37m ago