হাসপাতাল ছেড়েছেন মাহাথির

মাহাথির মোহাম্মদ
মাহাথির মোহাম্মদ। ছবি: রয়টার্স ফাইল ফটো

করোনার চিকিৎসা শেষে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতাল ছেড়েছেন।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মাহাথিরের কার্যালয়ের বার্তায় বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তির পর সাবেক প্রধানমন্ত্রী আজ হাসপাতাল ছাড়েন।

এতে আরও বলা হয়, মাহাথির আগামী মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকবেন।

৯৭ বছর বয়সী মাহাথিরের কয়েকবার হার্ট অ্যাটাকের পর বাইপাস সার্জারি হয়।

তিনি ১৯৮১ সাল থেকে টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

এরপর ২০১৮ সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। তবে দলীয় কোন্দলের কারণে ২ বছরের মাথায় তার সরকারের পতন হয়।

Comments

The Daily Star  | English
LDC graduation snapshot

Businesses underprepared as LDC graduation clock ticks

With less than eleven months left before Bangladesh exits the least developed country club, businesses say they are still not adequately prepared to face the harsher realities of a post LDC world.

12h ago