চীনা ঠিকাদারের গাফিলতিতে উত্তরায় বিআরটির গার্ডার দুর্ঘটনা

উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার প্রাইভেট কারের ওপর পড়ে ৫ জন নিহত হয়েছেন। ছবি: রাশেদ সুমন

রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে ৫ জন নিহত হওয়ার ঘটনায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি খুঁজে পেয়েছে সড়ক বিভাগের তদন্ত কমিটি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তদন্ত কমিটি বিআরটি প্রকল্পের কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) গাফিলতি পেয়েছে।

গতকাল বিকেলে উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার তোলার সময় একটি ক্রেন ভারসাম্য হারায়। এতে ক্রেনে ঝুলে থাকা একটি গার্ডার রাস্তার ওপর একটি প্রাইভেট কারের ওপর গিয়ে পড়ে। গার্ডারটি সরানোর পর গাড়িটি থেকে ৫ জনের মরদেহ পাওয়া যায়।

ঘটনাটি তদন্তে গতকাল রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

 

Comments

The Daily Star  | English

Govt employees to get dearness allowance

The announcement may come in next budget

51m ago