মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন

মাতুয়াইলে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কোনাপাড়ায় মাতুয়াইল কলেজ রোডে একটি টিনশেড প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন সকাল সোয়া ৮টার দিকে দ্য ডেইলি স্টারকে জানায়, এই মুহূর্তে আগুন নেভাতে ৬ ইউনিট কাজ করছে।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

All primary students receive textbooks on first day of new year: adviser

30% of secondary level textbooks have yet to reach schools, sources at NCTB say

48m ago