নোয়াখালীতে বাসচাপায় সাংবাদিক নিহত

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নোয়াখালীর সোনাইমুড়ীতে বাসচাপায় এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাইমুড়ী পৌরসভার নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম সিকদার (৫৫) উপজেলার ৯ নম্বর দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনন্দিপুর গ্রামের হামিদ উল্যাহ পন্ডিত বাড়ির মৃত মো. ইদ্রিসের ছেলে। তিনি দৈনিক দিনকালের সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি ও সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে পেশাগত কাজে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে পার্শ্ববর্তী চাষিরহাট বাজারে যাচ্ছিলেন সাংবাদিক খোরশেদ শিকদার। এ সময় মাইজদী থেকে ঢাকাগামী যাত্রীবাহী লাল-সবুজ পরিবহনের একটি বাস সোনাইমুড়ী পৌরসভার রামপুরা এলাকায় তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে খোরশেদ গুরুতর আহত হন।

আশেপাশের মানুষ এগিয়ে এলে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। তাৎক্ষণিক খোরশেদকে উদ্ধার করে সোনাইমুড়ীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশীদ বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সহযোগিতায় বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

46m ago