ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।

তিনি জানান, সকাল সোয়া ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ট্যাংক ফার্ম এলাকার মিটারিং সেকশনের পাশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৮টি গাড়ি সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে যায়। দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিস পরিস্থিতি র্পবেক্ষণ করছে।

ইস্টার্ন রিফাইনারির অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আছেন। অগ্নিকাণ্ডের কারণসহ এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

Comments

The Daily Star  | English

‘Mind your language’: Panna and Tajul exchange words in ICT-1 courtroom

Court says Panna, appointed as Hasina’s defence counsel, can't withdraw without permission

19m ago