স্বপ্না-ইসরাফিলের যুগলযাত্রার ইতি টানল দ্রুতগামী বাস

ইসরাফিল হোসেন ও তার স্ত্রী স্বপ্না আক্তার। ছবি: সংগৃহীত

প্রতিদিনের মতো এক বাইসাইকেলে চেপে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী বাসচাপায় নিহত হয়েছেন ধামরায়ের পোশাক শ্রমিক দম্পতি ইসরাফিল হোসেন (৩৫) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৫)।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ের শ্রীরামপুরে এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না ধামরাইয়ের দুটি পোশাক কারখানা কাজ করতেন। তারা প্রতিদিন সকালে একসঙ্গে বাইসাইকেলে চেপে কর্মস্থলে যেতেন।

দুর্ঘটনার বিষয়ে এসআই শাহ আলম দ্য ডেইলি স্টারকে জানান, ধামরাইয়ের শোলধন গ্রামের নিজেদের বাড়ি থেকে বাইসাইকেলে চেপে তারা প্রতিদিনের মতো আজও কর্মস্থলে রওনা দেন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে গ্রাফিক্স টেক্সটাইলের পশ্চিম পাশে পৌঁছানোর পরই জামান পরিবহনের ঢাকাগামী একটি বাস তাদের বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হন।

এসআই শাহ আলম জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

চালক ও হেলপারকে আটকে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

54m ago