ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের অভয়নগর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন।

মৃত কনক সরদার (২০) একই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার বিকেলে উপজেলার প্রেমবাগ গ্রামের একটি ধানখেতে বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অভয়নগর থানার উপপরিদর্শক গোলাম হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দীন ডেইলি স্টারকে জানান, 'প্রেমবাগ গ্রামে যশোর-খুলনা মহাসড়কের পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে। মৃত কনক ওই লাইনের ট্রান্সমিটার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পড়ে যায়। বিকেলের দিকে গ্রামবাসীরা ধানখেতে গিয়ে তার মরদেহ দেখে পুলিশকে জানায়।'

উপপরিদর্শক গোলাম হোসেন জানান, 'মৃতের শরীরের বিভিন্ন অংশের চামড়া পুড়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Familiar Dhaka in an unfamiliar mood

The familiar city now appears in an unfamiliar form—no traffic jams, no honking, no packed footpaths

24m ago