বিমানবন্দর সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় তানভীর সাজ্জাদ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ বুধবার ভোররাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর বলাকা ভবন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় পথচারীরা সাজ্জাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গলে চিকিৎসক ভোররাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আমরা জানতে পেরেছি, রাতে বিমানবন্দর সড়কের বলাকা ভবনের সামনে ট্রাকচাপায় গুরুতর আহত হন ওই মোটরসাইকেল চালক। পথচারীরা তাকে হাসপাতালে আনার পর তিনি মারা যান।'

তিনি জানান, নিহত তানভীর সাজ্জাদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে। তার আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Shibir leading in top two Ducsu posts

Islami Chhatra Shibir-backed vice-president candidate Abu Shadik Kayem was leading the Ducsu polls in six out of 18 halls of Dhaka University.

2h ago