কাপ্তাইয়ে আকস্মিক বিস্ফোরণে বাবা-ছেলে নিহত, আহত ১

স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙামাটির কাপ্তাইয়ে আকস্মিক বিস্ফোরণে বাবা ও ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাপ্তাই হ্রদের কাছে বাদশা মাঝির টিলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহতরা হলেন, মো. ইসলাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭)। নিহত ইসমাইলের স্ত্রী সখিনা বেগমের (৩৫) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'কাপ্তাই ইউনিয়নের নতুন বাজারের কাছে বাদশা মাঝির টিলায় আকস্মিক বিস্ফোরণ ঘটে।' 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। তিনি ডেইলি স্টারকে বলেন, 'ঠিক কেন বা কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম ঘটনাস্থলে আছেন। তারা পরীক্ষা করে বিস্তারিত জানাবেন।'

এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব বলেন, 'ঘটনাস্থলে কিছু বিস্ফোরক দ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।'

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, 'বিস্ফোরণের দগ্ধ বাবা-ছেলে দুজনকে হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। দগ্ধ গৃহবধূঁর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

54m ago