চৌমুহনীর রেলওয়ে মার্কেটে আগুনে পুড়লো ৩০ দোকান

চৌমুহনীর রেলওয়ে মার্কেটে আগুনে পুড়েলো ৩০ দোকান
চৌমুহনীর রেলওয়ে মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ৩০ দোকান। ছবি: স্টার

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে রেলওয়ে মার্কেটে আগুন লেগে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

আজ বুধবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে হঠাৎ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসলেও আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে চৌমুহনী, মাইজদী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে এর আগে আগুনে মার্কেটের থাকা ১৫টি ক্রোকারিজের দোকান, খাবার হোটেল, আবাসিক হোটেলসহ অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ে মার্কেটের কোনো একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। সকাল সোয়া ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
  
নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর অভিযানে নামে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ তদন্ত শেষে বলা যাবে।'  
 
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত দ্য ডেইলি স্টারকে বলেন, 'অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ভোরেই পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৩০টিরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হবে।'

 

Comments

The Daily Star  | English

Shahidul Alam shares the latest updates on Media Flotilla

The photographer-activist reveals when the Flotilla is expected to reach Palestine

57m ago