কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) রাশেদ বিন খালেদ দ্য ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়।

Comments

The Daily Star  | English

'BNP is lau, and Jamaat is kodu'

Nasiruddin Patwary mocks BNP-Jamaat split as ‘election-time drama’

48m ago