সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণে মারা গেলেন যে ৩ জন

আকরাম হোসেন। ছবি: মুনতাকিম সাদ/স্টার

রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় যে ৩ জন মারা গেছেন, তারা অফিস ও স্কুলের স্টেশনারি সামগ্রী আমদানি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

আজ রোববার সকালে এ বিস্ফোরণ ঘটে।

ওই ৩ জন হলেন— আব্দুল মান্নাম (৬৩), তুষার (৩২) ও শফিকুজ্জামান শফিক (৪২)। তারা সবাই নিউ জেনারেশন কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলে। তাদের মধ্যে ২ জন কম্পিউটার অপারেটর ও একজন অফিস সহকারী ছিলেন।

প্রতিষ্ঠানটির মালিক আকরাম হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'নিউ জেনারেশন কোম্পানি লিমিটেড অফিস ও স্কুলের স্টেশনারি সামগ্রী আমদানি করে। প্রায় ৪০ বছর ধরে আমরা এই ব্যবসা করে আসছি। এর আগেও বেশ কয়েকবার ভবনের মালিককে ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে জানিয়েছিলাম। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।'

Comments

The Daily Star  | English
HSC exams postponed

Governed by Facebook posts, ruled by confusion

It was just about 7:00am on Monday. A mother sat with her daughter at a bus counter in Dinajpur, set for a two-hour commute to Rangpur for the daughter’s HSC exam three hours later.

21h ago