গুলিস্তানে বিস্ফোরণ

‘ভবনের নকশায় অনেককিছু সঠিকভাবে করা হয়নি’

র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

রাজধানীর সিদ্দিকবাজারের ওই ভবনের নকশার মধ্যে অনেককিছু সঠিকভাবে করা হয়নি বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান।

আজ বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

মেজর মশিউর রহমান বলেন, 'মেটারিয়াল অনেক কিছুই সঠিকভাবে ব্যবহার করা হয়নি। গ্যাসের লাইন বৈধ ছিল কি না, এ ব্যাপারে সংশয় রয়েছে। তবে এ ব্যাপারে আমরা মন্তব্য করতে চাই না।'

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, 'ভবনের ভেতর ক্ষতিগ্রস্ত স্থানে তিতাস গ্যাসের সহায়তায় পরীক্ষা করে ঘটনাস্থলে আমরা গ্যাসের উপস্থিতি পাইনি। ভবনে গ্যাসের সংযোগ আছে। কিন্তু কোনো লিকেজ বের করতে আমরা পারিনি। এক্সপ্লোশন বেজমেন্টে হয়েছে, উপরের কোনো ফ্লোর থেকে হয়নি। এসি কিংবা ইলেক্ট্রনিকস ডিভাইস থেকেও এ বিস্ফোরণ হয়নি। বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বিম ও কলাম অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ধারণা করছি, গ্যাস লাইনের এক্সপ্লোশন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার অন্য কোনো এক্সক্লুসিভ মেটারিয়াল থেকেও হয়ে থাকতে পারে। আমরা কিছু স্যাম্পল পেয়েছি, যা পরীক্ষা করছি।'

'ভবনটিতে গ্যাসের সংযোগ আছে। কিন্তু কোনো লিকেজ বের করতে পারিনি। যেখান থেকে বিস্ফোরণ ঘটেছে, ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সে পর্যন্ত আমরা যেতে পারিনি। আমরা আরও চেষ্টা করে যাচ্ছি', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago